Breaking News

‘দেরিতে হলেও সঠিক পথে হেঁটেছে কেন্দ্রীয় নেতৃত্ব’,দিলীপ ঘোষকে সেন্সরের পরই টুইট খোঁচা তথাগত রায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দিলীপ ঘোষকে সেন্সর করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব | বাংলা নিয়ে কোনও আলটপকা মন্তব্য করা যাবে না বলে চিঠি পাঠিয়ে বলা হয়েছে | আর এই নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা | আর এই সিদ্ধান্ত দেরিতে হলেও শেষমেশ সঠিক পথে হেঁটেছে দল বলে টুইট করলেন তথাগত রায়| সম্প্রতি দিলীপকে সেন্সর করা হয়েছে| তাঁকে সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর | এরপরই দলের প্রশংসা করে টুইট তথাগত রায়ের |
এদিন তিনি লেখেন, “কেন্দ্রীয় বিজেপির তরফে দেরিতে হলেও সঠিক পদক্ষেপ করা হয়েছে | ফলে আমি দলের বিরুদ্ধে কোনও মন্তব্য করব না | নিজের ‘ঠোঁটকাটা’ ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছি |স্বাভাবিকভাবেই টুইটারের বায়োও পরিবর্তন করছি | ভারত মাতা কী জয়!” বঙ্গ–বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন প্রবীণ এই বিজেপি নেতা| কখনও প্রার্থী নির্বাচন বা অন্য কোনও বিষয়, বারবার দলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তথাগত রায় | দিলীপ ঘোষকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন | একুশের নির্বাচনে ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকে দায়ী করে টুইট করেন তিনি | যার ফলে দলের সঙ্গে দূরত্বও বেড়েছিল | দলে তাঁর গুরুত্ব কমতেই নতুন করে গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টায় তথাগত | এই মন্তব্য বা টুইট দিলীপ ঘোষের বিরুদ্ধে বলেই মনে করা হচ্ছে | যদিও তিনি কারও নাম উল্লেখ করা হয়নি | সুকান্ত মজুমদারের সঙ্গেও এখন দিলীপ ঘোষের দ্বৈরথ রয়েছে | তাই একে অন্যকে সুযোগ পেলে খোঁচা দিতে ছাড়েন না | এই পরিস্থিতিতে প্রাক্তন মেঘালয়ের রাজ্যপালের টুইট বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে| কারণ এবার তিনি বঙ্গ–বিজেপির ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *