দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে নজরদারি চালাতে আবেদন ইডি-র | কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের কথা জানান হয়েছে | অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন, এই তথ্যও ইডি-র চিঠিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে নজরদারি চালানোর জন্য বিদেশ মন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন জানিয়েছে ইডি, খবর সূত্রের| ইডি সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের মাধ্যমে আমিরশাহি সরকারকে একটি চিঠি পাঠিয়েছে তারা | সেখানে জানানো হয়েছে, দুবাইয়ে অবস্থানরত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে | তাঁকে ও তাঁর স্ত্রীকে জেরা করেছেন তদন্তকারীরা | তিনি চোখের ডাক্তার দেখানোর নাম করে দুবাইয়ে গিয়েছেন| দুবাইয়ে তাঁর গতিবিধির ওপর নজরদারি চালাক আমিরশাহি সরকার | প্রসঙ্গত, শুক্রবার অভিষেককে দুবাই যাওয়ার অনুমতি দিলেও একাধিক শর্ত আরোপ করেছে আদালত | অভিষেককে বিমানের টিকিট, যে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন তাঁর নাম ও দুবাইয়ে যেখানে থাকবেন তার প্রমাণপত্র দেখাতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি | গতকাল বিকালে তাঁরা রওয়ানা দেওয়ার পরে রাতের মধ্যেই তাঁদের সফর ও চিকিৎসাসংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য কলকাতায় ইডির কার্যালয়ে জমা দিয়েছেন তাঁর আইনজীবী | তারপরেও সূত্রে জানা গিয়েছে, দুবাইয়ে অভিষেক-রুজিরার গতিবিধি ও তাঁদের কার্যকলাপে নজর রাখতে ইডি’র তরফে এদেশের বিদেশমন্ত্রকের মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহীর সরকারকে নাকি আবেদন জানিয়েছেন ইডি’র আধিকারিকেরা | আর তা নিয়েই তৈরি হয়েছে নয়া বিতর্ক | গত কয়েকবছর আগে একটি দুর্ঘটনাতে বড়সড় চোখে আঘাত লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর সেই চিকিৎসা কয়েক বছর ধরেই চলছে | এবারও সেই চিকিৎসা করতে অভিষেকের বিদেশ সফর | তবে এই সফরে অন্য গন্ধ পাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা | আর সেই কারণে এই সফরে নিষেধাজ্ঞা দেয় ইডি | যদিও পরবর্তীকালে এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক | সেখানে যদিও তাঁকে বিদেশযাত্রায় ছাড়পড় দেয় কলকাতা হাইকোর্ট |