Breaking News

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবে না এসএসসি সংক্রান্ত মামলা, সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বদল হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয় | শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে | সোমবার থেকে এটি কার্যকর হবে | বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবে না এসএসসি সংক্রান্ত নতুন কোনও মামলা | কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নতুন করে এসএসসি সংক্রান্ত কোনও মামলা আর পাঠানো হবে না |তাঁর একের পর এক রায়ে প্রবল অস্বস্থিতে পড়েছিল রাজ্য সরকার | তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর যাবে না এসএসসি সংক্রান্ত মামলা | এসএসসি নিয়ে নতুন কোনও মামলা দায়ের হলে সেগুলির বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থা | তবে, বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত বিচারের কাজ করবেন | একই সঙ্গে এসএসসি বেআইনি নিয়োগ ও সিবিআই তদন্তের মামলা, যেগুলি আগেই ওনার এজলাসে উঠেছে সেগুলির বিচার করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই | অন্যদিকে, বিচারপতি কৌশিক চন্দ বিচার করবেন কলেজ, বিশ্ববদ্যালয়ের বিভিন্ন বিচারের কাজ | পুলিশি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলার দায়িত্বভার পেয়েছেন বিচারপতি শম্পা সরকার | প্রাথমিক টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে যাওয়া বহু মামলা এখন বিচারাধীন অন্য বেঞ্চে | সেই সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গেলে সেক্ষেত্রে কি হবে তা নিয়ে জল্পনা রয়েছে | পাশাপাশি, কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়োগ-সহ নানা অনিয়মের অভিযোগে বেশ কিছু মামলা চলছে হাইকোর্টে | এতদিন পুলিশের নিষ্ক্রিয়তা ও অতিসক্রিয়তার মামলাগুলি শুনতেন বিচারপতি মান্থা | ইদানিং বেশ কয়েকটি মামলায় সিবিআই ও এনআইএ তদন্তের নির্দেশ দেন তিনি | শিক্ষা সংক্রান্ত তিনটি বিভাগের মামলা চ্যালেঞ্জ করা যাবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ | এতদিন সেগুলি শুনতেন বিচারপতি হরিশ ট্যান্ডন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *