দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব কলেজে পরীক্ষা হবে অফলাইনে, সিন্ডিকেটের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে শুক্রবার | শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইভেন সেমিস্টারের পরীক্ষা হবে অফলাইনে | ইতিমধ্যেই অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈঠকে প্রায় ৯৫ শতাংশ অধ্যক্ষ অফলাইন পরীক্ষার পক্ষেই মত দেন| অনলাইনে পরীক্ষার জন্য দফায় দফায় আন্দোলনে নেমেছেন ছাত্রছাত্রীরা | রাত নেই, দিন নেই একটাই দাবিতে আন্দোলন, পরীক্ষা নিতে হবে অনলাইনে | কিন্তু ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে একমত হল না কলকাতা বিশ্ববিদ্যালয় | কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন, আসন্ন সেমেস্টার পরীক্ষা অফলাইন মোডেই হবে | ফ্যাকাল্টি কাউন্সিলের সদস্য, আন্ডার গ্র্যাজুয়েট বোর্ডস অফ স্টাডিজ, বেশিরভাগ অধ্যক্ষের সুপারিশকে মেনে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট | পাশাপাশি সিন্ডিকেটের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতা বিশ্ববিদ্য়ালয় অনুমোদিত সমস্ত কলেজের অধ্যক্ষদের পরামর্শ দেওয়া হয়েছে অবিলম্বে কোর্স শেষ করার জন্য স্পেশাল ক্লাসের আয়োজন করতে হবে | যে সিলেবাস শেষ হয়নি বলা হচ্ছে সেটা অবিলম্বে শেষ করতে হবে | এদিকে আন্দোলনকারীদের অভিযোগ ছিল সিলেবাস শেষ হয়নি | সেকারণে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয় | অনলাইনে ক্লাস হয়েছে | অনলাইনেই পরীক্ষা নিতে হবে | দাবি তুলেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু আন্দোলনে আসতে বাধা নেই, অথচ অফলাইনে পরীক্ষা দিতেই এত আপত্তি কেন এই নিয়েও প্রশ্ন উঠেছিল| কিন্তু সেই দাবি কার্যত উড়িয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয় |