Breaking News

বিজেপি-র জেলাশাসকের দফতরে অভিযান ঘিরে ধুন্ধুমার হুগলিতে,পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি!

প্রসেনজিৎ ধর,হুগলি :- সাত দফা দাবিতে জেলাশাসকের দফতরে অভিযান | পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা | প্রতিবাদে যখন রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,তখন গ্রেফতার করা হল জেলা সভাপতি-সহ বেশ কয়েকজনকে | ধুন্ধুমারকাণ্ড হুগলির চুঁচুড়ায় | সপ্তাহের প্রথম দিন সোমবারেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হুগলিতে ডিএম অফিস অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল | এদিন বিজেপির কার্যালয় থেকে ডিএম অফিসের উদ্দেশ্যে একটি বিশাল মিছিল বের হয়| এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন সুকান্ত মজুমদার | এদিনের মিছিলে হাঁটে একশোরও বেশি বিজেপি কর্মী সমর্থক| তবে ডিএম অফিসে যাওয়ার আগেই পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয় মিছিলটি | যার ফলে রীতিমত পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বাঁধে | হুগলি জেলা শাসক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া কারণ হল এসএসসিতে বেআইনি নিয়োগ এবং ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগ সহ আরও ৭ দফা দাবি | সুকান্ত মজুমদার এর নেতৃত্বে বিজেপির কার্যালয় থেকে মিছিলটি রওনা দেয় ডিএম অফিসের দিকে| কিন্তু ডিএম অফিস থেকে প্রায় বেশ খানিকটা আগে আটকে দেওয়া হয় মিছিলটিকে | রাস্তার মধ্যে একাধিক ব্যারিকেড তৈরি করা হয়েছিল,তবে সেই ব্যারিকেড পেরিয়ে বিজেপি কর্মীরা মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় |আর সেখানেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক হাতাহাতি হয়| তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায় | পুলিশ কোনভাবেই বিজেপি কর্মীদেরকে জেলাশাসক অফিসের যেতে দেয় না অন্যদিকে বিজেপি কর্মীরা নাছোড়বান্দা , তাঁরা ডিএম অফিসের সামনে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে ওঠেন | যার ফলে পুলিশ বাধা দিতে গেলেই উত্তেজনা সৃষ্টি হয় | কর্তব্যরত পুলিসকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মী-সমর্থকদের | অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন, রাস্তায় বসে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার | তাঁর দাবি, ‘গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়েছে। দাবি পূরণ না হলে আগামি দিনে নবান্ন অভিযান করা হবে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *