দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | স্বাস্থ্য, কৃষি, প্রাণী এবং মৎস্য বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় গুলির আচার্য মুখ্যমন্ত্রী | শুধু তাই নয়, রাজ্য সরকারের সাহায্য প্রাপ্ত বিশ্ববিদ্যালয় গুলির আচার্য পদেও রাজ্যের মুখ্যমন্ত্রী,এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে | সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আর রাজ্যপাল নয়, এবার থেকে এই পদের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী | শুধু বিধানসভায় পাশ করালেই হবে না, বিলটিকে রাজ্যপালের অনুমোদন দিতে হবে | এতদিন ধরে রাজ্যপালই ছিলেন রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য | কিন্তু এই বিলটি আইনে পরিণত হয়ে গেলে তিনি আর আচার্য পদে থাকবেন না | নতুন এই বিলটিকে রাজ্যপালকেই অনুমোদন দিতে হবে | রাজ্যপাল সেটিকে অনুমোদন না দিয়ে পুনর্বিবেচনার জন্য রাজ্য বিধানসভায় ফেরত পাঠাতে পারে | অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাবটি পাশ হলেই হবে না, সেটিকে আইন রূপান্তরিত করা যথেষ্ট সময়সাপেক্ষ বিষয় | ১৩ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন | সেই অধিবেশনে এই বিলটি আনা হবে বলে সূত্রের খবর | বিল পাশ হলে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে সইয়ের জন্য। রাজ্যপাল সই করলে সেই বিলটি আইনে পরিণত হবে | এক্ষেত্রে প্রশ্ন, রাজ্যপাল কি সেই বিলে সই করবেন? জানা গিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল-শিক্ষা, স্বাস্থ্য,পশু, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে মুখ্যমন্ত্রীকে রাখার প্রস্তাব | এখনও সেই পদে রয়েছেন রাজ্যপাল |এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে নিয়ম বা রুল রয়েছে, সেখানে বলা হয়েছে ভিজিটর পদে থাকবেন রাজ্যপাল | সেই নিয়মই বদলের সিদ্ধান্তেও এদিন সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা | রাজ্যপালের বদলে ওই পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসানোর প্রস্তাব পাশ হয়েছে | এই নিয়ম বদলের ক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে |