Breaking News

অঙ্গনওয়াড়ির রান্না খিচুড়িতে মিলল সাপ!জামালপুরের ঘটনায় তুমুল উত্তেজনা,প্রশ্নের মুখে প্রশাসন

প্রসেনজিৎ ধর :- অঙ্গনওয়াড়ির খিচুড়িতে মিলল মরা সাপ! সেই খিচুড়ি খেয়েও ফেলল শিশুরা | তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের | যদিও বড়সড় কোনও বিপদ ঘটেনি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাড়াতল ২ গ্রাম পঞ্চায়েতের বাগকালাপাহাড় গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে | অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মীদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে | পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বাগকালাপাহাড় গ্রামে রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র | এই কেন্দ্রেই রান্না করা খিচুড়িতে মিলেছে মরা একটি সাপের বাচ্চা | ঘটনা জানতেই সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে | ওই খিচুড়ি খেয়ে ভয়েই অসুস্থ হয়ে পড়ে অনেক শিশু | তড়িঘড়ি চিকিৎসার জন্য ৬ শিশুকে নিয়ে যাওয়া হয় জামালপুর ব্লক হাসপাতালে | বুধবার এই ঘটনার খবর পেয়ে জামালপুরের বিডিও ও সিডিপিও ব্লক হাসপাতালে ছুটে যান | শিশুদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন তাঁরা | তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন |অন্যান্য দিনের মতো বুধবারও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য খিচুড়ি রান্না হয়| বেলা ১০টার মধ্যে রান্না শেষ হলে শিশু ও গর্ভবতীদের কেউ থালা, কেউ বাটিতে করে সেই খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যান | ঘরে বসে খিচুড়ি খেতে গিয়ে এক শিশুর অভিভাবকদের চোখ কপালে ওঠে | তাঁরা দেখেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া গরম খিচুড়ির মধ্যে একটি মরা সাপের বাচ্চা রয়ে আছে | এই ঘটনা দেখেই ওই শিশু ও তাঁর পরিবারের লোকজন আঁতকে ওঠেন | তাঁরাই ছুটে গিয়ে গ্রামের অন্য শিশুর পরিবার ও গর্ভবতীদের বিষয়টি জানান | অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া খিচুড়ি না খাওয়ার জন্য প্রত্যেককে সতর্ক করেন তাঁরা | ততক্ষণে অবশ্য অনেক শিশু ও মহিলা খিচুড়ি খেয়ে ফেলেছিল | শিশুদের অভিভাবকরা এই ঘটনা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন | আতঙ্কে শিশুদের নিয়ে তাঁরা ছোটেন জামালপুর হাসপাতালে | চিকিৎসকরা শিশুদের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন | বেশ কিছু সময় তাদের নজরদারিতে রেখে দেন | পরে তাদের ছুটি দিয়ে দেওয়া হয় |ঘটনার পর জামালপুর হাসপাতালে ছুটে যান।জামালপুরের বিএমওএইচ ঋত্বিক ঘোষ বলেন, শিশুদের তেমন কোনও অসুস্থতা দেখা যায়নি | তবুও ছয় শিশুকে বেশ কিছু পর্যবেক্ষণে রাখা হয়েছিল | এদিকে এতবড় ঘটনা ঘটলেও জামালপুর ব্লকের সিডিপিও সুশোভন রায় মুখে কার্যত কুলুপ এঁটে রয়েছেন | বিডিও শুভঙ্কর মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,“শিশুদের বড় কোনও বিপদ হয়নি এটাই রক্ষে | অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা সবাইকে শো-কজ নোটিস ধরানো হয়েছে | শো-কজের উত্তর সন্তোষজনক না হলে ব্যবস্থা নেওয়া হবে|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *