Breaking News

রক্ষকই ভক্ষক! খাস কলকাতায় রুপো লুটে দুই কনস্টেবলকে গ্রেফতার করল বড়বাজার থানার পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রক্ষকই ভক্ষক! চোর ধরার কথা যাদের সেই পুলিশ কর্মীর বিরুদ্ধেই কি না চুরির অভিযোগ উঠল, হার ছিনতাই করার অভিযোগে হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবলকে গ্রেফতার করল বড়বাজার থানার পুলিশ |বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ | প্রসঙ্গত,গত ৭ তারিখ এক স্বর্ণ ব্যবসায়ী তাঁর অর্ডারের কিছু গয়না তৈরি করে এনে বড় বাজারের দিকে আসছিলেন | সেইসময় তাকে হাওড়া বাস স্ট্যান্ড থেকে চার জন ব্যক্তি পুলিশকর্মীর পরিচয় দিয়ে নিয়ে যায় বলে অভিযোগ | তারপর নিউটাউনের কাছে নামিয়ে দিয়ে তাঁর গয়না গুলি ছিনতাই করে নেয় ওই পুলিশ কর্মীর পরিচয় দেওয়া দুষ্কৃতীরা |পরবর্তীতে পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পারেন যে, এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবল | পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে এক স্বর্ণ ব্যবসায়ী তাঁর অর্ডারের রুপোর গয়না তৈরি করে সেগুলি বড়বাজারে সাপ্লাই দিতে আসছিলেন | হাওড়া বাস স্ট্যান্ডে নামার পর ওই চার দুষ্কৃতী তাকে একটি সাদা গাড়িতে করে তুলে নিয়ে যায়। তারপর নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে তাকে নামিয়ে দেওয়া হয় এবং তাঁর কাছ থেকে গয়নার ব্যাগটি হাতিয়ে নেয় ওই দুষ্কৃতীরা |ওই ব্যাগটির মধ্যে প্রায় ৪.৬ কেজি রুপোর গয়না ছিল বলে জানা যায় | ওই ব্যবসায়ী ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন বড়বাজার থানায় | পুলিশ সেই সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন | ফুটেজ দেখে পুলিশ প্রথমে গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করে এবং তারপরেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় যার কাছ থেকে ছিনতাই হওয়া গয়না গুলি ফেরত পাওয়া যায় | তারপর ওই দুজনকে পুলিশ লাগাতার জেরা করলে অবশেষে বেরিয়ে আসে হাওড়া সিটি পুলিশের দুই কনস্টেবল সমীরণ পাত্র এবং সুরজিৎ সরকারের নাম | বর্তমানে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় | এছাড়াও এই ছিনতাইয়ের ঘটনায় আরও কারা যুক্ত ছিল সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ | ধৃত এই দুই পুলিশ কনস্টেবলকে আজ আদালতে পেশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *