দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বালির তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | আজ, বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, ওই খুনের ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সব দায়িত্ব সিবিআই পালন করবে | ২০১১ সালে ৬ মে খুন হন তপন দত্ত | তখন তপন দত্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ছিলেন | প্রসঙ্গত,২০১১ সালের ৬ মে খুন হয়েছিলেন বালির পরিবেশবিদ তথা সক্রিয় তৃণমূল কর্মী তপন দত্ত| জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয় বলে অভিযোগ | এই খুনে কাঠগড়ায় ওঠে তৃণমূলেরই নেতা-কর্মীরাই | খুন হওয়া তৃণমূল কর্মীর স্ত্রী প্রতিমা দত্তর করা এফআইআরে নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর | তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি |পরে নিম্ন আদালত ৫ অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশও দেয় | কিন্তু ২০১৭ সালে কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের সেই নির্দেশ খারিজ করে দেয় | অভিযুক্তরা পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় | শীর্ষ আদালতও হাইকোর্টের নির্দেশ বহাল রাখে এবং হাইকোর্টকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেয় | বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সিঙ্গল বেঞ্চকে একমাসের মধ্যে এই মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল | এরপরই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি মনে করে, তদন্তে কোথাও খামতি রয়েছে, তা ফের তদন্ত করতে পারবে তারা | তপন দত্তের স্ত্রী বিষয়ে তিনি বলেন, ‘এই খুনের ঘটনায় হাওড়ার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও বিধায়ক জড়িত রয়েছেন | প্রথম চার্জশিটে যাঁর নাম ছিল পরে তা উধাও হয়ে যায় | আশা করছি এবার ন্যায়বিচার হবে। অপরাধীরা শাস্তি পাবে |’ উল্লেখ্য, এই মামলা নিম্ন আদালত, কলকাতা হাইকোর্ট এমনকী সুপ্রিম কোর্টেও উঠেছে |