প্রসেনজিৎ ধর, কলকাতা :- আশ্বাস দিয়েছিলেন বুধবারই,বৃহস্পতিবারই নবান্নে বসে মুখ্যমন্ত্রী জানালেন নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে | কোথায় কোন বিভাগে কত বেতনে চাকরি পাচ্ছেন কেতুগ্রামের রেণু খাতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | রেণু খাতুন, সরকারি চাকরি পাওয়ায় তাঁর ডানহাতটা কব্জি থেকে কেটে নিয়েছিলেন স্বামী | এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে| তবে রেণুর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী| রেণুর চাকরিও নিশ্চিত করেছেন তিনি| কিন্তু তিনি একহাত নিয়ে কি পরবর্তী সময়ে নার্সের চাকরি করতে পারবেন? এমন সংশয়টাও ক্রমে সামনে আসছে | তবে রেণু অবশ্য ইতিমধ্যে বাঁ হাত দিয়ে লেখা অভ্যাস করা শুরু করেছেন | এতটাই মনের জোর তাঁর | এমনকী কত টাকা বেতন পাবেন রেণু সেকথাও জানিয়ে দেন মমতা বন্দোপাধ্যায় | মমতা বলেন, রেণু খাতুন জিএনএম পাস করেছেন| ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তাঁকে পূর্ব বর্ধমানে রেকমেন্ড করেছে | স্টাফ নার্সের চাকরি পেয়েছিল | তাকে পূর্ব বর্ধমানে কাজে লাগানো হচ্ছে | পাশ করেছিল নার্সিংয়ে | সেকারণে নার্সিং গ্রেডেই ২৯ হাজার ৮০০ টাকা স্যালারি | তবে নার্সিং না করে সে অন্য কোনও কাজ করবে | ওই লেটারটা ইতিমধ্যেই ইস্যু করা হয়ে গিয়েছে | তার চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, ওর হাতের চিকিৎসা আমরা করে দেব | তার ব্যবস্থাও হয়েছে | পুলিশ আইন অনুসারে পদক্ষেপ নিয়েছে, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে | এদিকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশন অনুসারে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্সদের বেতন ২৯ হাজার ৮০০ টাকা | সেটাই পাবেন রেণু, তার সঙ্গে যুক্ত হবে অন্যান্য ভাতা | সব মিলিয়ে প্রায় ৩৪ হাজার ১৩৬ টাকা তিনি পেতে পারেন | উল্লেখ্য, নার্সিং পরীক্ষার প্যানেলের ২২ নম্বরে নাম ছিল রেণু খাতুনের | কিন্তু স্ত্রীর সরকারি নার্সের চাকরি পছন্দ হয়নি স্বামী সরিফুলের | স্ত্রী যাতে কাজে যোগ দিতে না পারেন, সেইজন্য দুই ভাড়াটে দুষ্কৃতীকে দিয়ে ঘুমন্ত অবস্থায় রেণুর কবজি থেকে ডান হাত কেটে নেয় সে | ইতিমধ্যেই এই ঘটনায় স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দুই ভাড়াটে দুষ্কৃতী সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে |