প্রসেনজিৎ ধর, হুগলি :- হিন্দুস্থান মোটরসের ঐতিহ্যবাহী ‘অ্যাম্বাসডর’ ব্র্যান্ড তৈরি হত হুগলির হিন্দমোটরের কারখানাতে | তবে আধুনিক প্রজন্মের গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বদলাতে পারেনি অ্যাম্বাসেডর গাড়ি | এবার সেই হিন্দমোটরের বিখ্যাত কারখানাতেই বৈদ্যুতিক গাড়ি তৈরি হতে চলেছে | আর হিন্দমোটরের কারখানায় এই প্রথম আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সূত্রের খবর ১৭ জুন মুখ্যমন্ত্রী আসতে পারেন হিন্দমোটর ক্যান্টিন মাঠে |সেদিন একগুচ্ছ প্রকল্পের শিল্যানাস করতে পারেন মুখ্যমনন্ত্রী এমনটাই খবর | হিন্দমোটরে লজেস্টিক হাব, টিটাগর ওয়াগন লিমিটেডে মেট্রো রেলের কোচ তৈরি করতে ৭ হাজার কোটি টাকার অর্ডার পাওয়া গেছে | এছাড়া ফরাসি কোম্পানির সাথে হিন্দুস্থান মোটরস -এর যৌথ উদ্যোগে ব্যাটারি চালিত দু’চাকা ও চার চাকা গাড়ি তৈরি হবে | এই সব কিছুর শিল্যানাস করতেই আসছেন মুখ্যমন্ত্রী | প্রথমে রাজনৈতিক সমাবেশ করবেন ও পরে উত্তরপাড়া পৌরসভার গণভবনে প্রশাসনিক বৈঠক করবেন তিনি | যদিও মুখ্যমন্ত্রীর হিন্দমোটরে আসার বিষয়ে তৃণমূল নেতা তথা কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব বলেন এই বিষয়ে আমি কিছু জানি না এটা জেলা প্রশাসন বলতে পারবেন |শিল্পমহল সূত্রে খবর, নিজেদের ‘এইচএম’ ব্র্যান্ডে বিদ্যুৎচালিত স্কুটার দিয়েই দ্বিতীয় দফায় যাত্রা শুরু করতে চলেছে হিন্দুস্থান মোটরস |