Breaking News

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক, খবর শুনেই পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, নিলেন চিকিৎসার ভার!

দেবরীনা মণ্ডল সাহা , কলকাতা :- রাজ্যের এক সাংবাদিক দূরারোগ্য ক্যানসারে ভুগছেন, এই খবর শুনেই তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক স্বর্ণেন্দু দাস | বর্তমানে দূরারোগ্য ক্যানসার আক্রান্ত | তাঁর ব্যয়বহুল চিকিৎসা কীভাবে হবে তানিয়ে তাঁর পরিবারের পাশাপাশি তাঁর সহকর্মীরাও উদ্বেগে মধ্যে রয়েছেন | বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকের শেষ পর্যায়ে সাংবাদিকরা স্বর্ণেন্দুর অসুস্থতার বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন | তাঁর চিকিৎসার ব্যবস্থা করার জন্য তাঁরা অনুরোধ করেন | একথা শুনেই সাংবাদিকের চিকিৎসায় এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী | বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, স্বর্ণেন্দুর পরিবার চাইলে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করবে রাজ্য | এর জন্য মুম্বই থেকে কলকাতায় আনার সমস্ত খরচও বহন করবে সরকার | মুখ্যমন্ত্রী বলেন, “এসএসকেএমে তো ক্যানসারের খুব ভাল চিকিৎসা হচ্ছে | আমরা ওকে কলকাতায় নিয়ে আসতে পারি| কলকাতায় এসএসকেএমে বিনা খরচে পুরো চিকিৎসাই করিয়ে দিতে পারি | ওর আসা যাওয়ার খরচও আমরা দিয়ে দেব | ওকে কলকাতায় আনতে যা খরচ হবে, আমরা দেব|”এরপর তিনি খোঁজ নেন স্বর্ণেন্দু স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছে কি না| প্রয়োজনে সেই সুবিধাও দেওয়া হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী |প্রসঙ্গত,স্বর্ণেন্দুর জন্য এগিয়ে এসেছেন অন্য সাংবাদিক বন্ধুরাও|সোশ্যাল মিডিয়াতেও তাঁর জন্য সাহায্যের আর্তি| ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তাঁর চিকিৎসার খরচ সংগ্রহের চেষ্টা চলছে| নানা জায়গায় সহায়তার জন্য ছুটে যাচ্ছেন সহকর্মীরা | সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রীর কাছে বন্ধুর চিকিৎসার জন্য আবেদন করলেন সাংবাদিকরা, আর তাতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *