Breaking News

জোর করে হাওড়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করল পুলিশ | শনিবার বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে সুকান্তকে গ্রেফতার করা হয় | এর আগে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে | তাঁকে গৃহবন্দী করা হয় বলে অভিযোগ | এরপর তিনি কোনওরকমে বাড়ি থেকে বের হন| তাঁর গাড়ি বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কাছে আটকানো হয় | তারপর পুলিশ তাঁকে গ্রেফতার করে | বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজা থেকে প্রিজন ভ্যানে তোলা হয় তাঁকে |

এদিন সকাল ১১টা নাগাদ তাঁকে নিউটাউনের বাড়ি থেকে বার হতে বাধা দেওয়া হয় | সুকান্ত মজুমদার দাবি করেছেন, “শুধুমাত্র মুখের কথার উপর ভিত্তি করে আমাকে আটক করে রেখেছে সকাল ১১টা থেকে | আমার পার্টি অফিসে যাওয়ার ছিল | হাওড়াতে কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার ছিল | কিন্তু, আমাকে বেআইনিভাবে আটকে দেওয়া হয়েছে| বলছে, হাওড়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে| যদিও আমি যেখানে যেতে চাইছিলাম সেখানে তো ১৪৪ ধার জারি নয় | সেক্ষেত্রে কেন আমাকে আটকানো হচ্ছে | আমি আমার দলের কর্মীদের পাশে পৌঁছনোর জন্য যাবতীয় চেষ্টা করে যাব |” এরপরেই বেলা দেড়টা নাগাদ তিনি বাড়ি থেকে বার হন | এরপর তাঁর বাড়ির সামনে রীতিমতো ‘যুদ্ধের’পরিস্থিতি তৈরি হয়। তাঁর দেহরক্ষী এবং পুলিশের মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় | সুকান্ত মজুমদার অবশ্য নিজের জায়গায় অনড় থাকেন। কিছুক্ষণ পর এগিয়ে যায় তাঁর কনভয় | এরপরেই দ্বিতীয় হুগলি সেতুতে টোল প্লাজার থেকে গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদারকে | তাঁকে নিয়ে আসা হয় লালবাজারে | এদিন হাওড়ার অশান্তির প্রেক্ষিতে সরাসরি সরকারকে তোপ দাগেন সুকান্ত | তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন ধরে বসে আছেন | কোনও পদক্ষেপ করেননি | তিনি তাঁর প্রশাসনিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন | তিনি কোনও পদক্ষেপ করলে আজ এই পরিস্থিতি তৈরি হত না | ঝাড়খণ্ডে প্রতিবাদ হয়েছে। কিন্তু, পুলিশ ব্যবস্থা নিয়েছে | পশ্চিমবঙ্গ পুলিশের উচিত ছিল লাঠি চার্জ করা |” উল্লেখ্য, এদিন উলুবেড়িয়ায় যান বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ| হাওড়ার অশান্তির জন্য তিনিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন| এদিন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হাওড়াতে প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে |এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একটি টুইট করেন | তিনি লিখেছেন, ”আগেও বলেছি, দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে | এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে | কিন্তু, এসব বরদাস্ত করা হবে না |” পাশাপাশি তিনি টুইটে আরও বলেন, , ”পাপ করল BJP, কষ্ট করবে জনগণ?”এদিকে, হাওড়ার পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ| আজ এনিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দরবার করেন | তাঁর দাবি, পরিস্থিতি সামাল দিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *