Breaking News

লক্ষ্য রাইসিনা!দিল্লি যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়,বুধবার দিল্লিতে বিরোধী নেতাদের বৈঠকে ডাকলেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা :-পাখির চোখ রাষ্ট্রপতি নির্বাচন | এবার বিরোধী নেতাদের একজোট হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| দিল্লি সফরের আগেই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে ডাকলেন তিনি | এই মর্মে সোনিয়া গান্ধী, পিনারাই বিজয়ন, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের মতো ২২ জন হেভিওয়েট নেতাকে চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | সূত্রের খবর,আগামী ১৪জুন দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় | ১৫ জুন দিল্লিতে একটি বিশেষ বৈঠক করবেন তিনি | দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সেদিন তিনি বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে এক বৈঠকে ডেকেছেন | মনে করা হচ্ছে সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে বিরোধী জোটে কে হবেন রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী | যদিও কংগ্রেসের ভূমিকা নিয়ে এখনও খটকা থাকছেই | রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের শিবিরের প্রার্থী বাছাই করতে ২২টি অ-বিজেপি দলের নেতা ও মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মমতার এই উদ্যোগ যেমন তাৎপর্যপূর্ণ তেমনই লক্ষণীয় আমন্ত্রিতের তালিকা | আমন্ত্রিতের তালিকায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী যেমন আছেন, তেমনই ডাক পেয়েছেন দুই বাম দল সিপিএম এবং সিপিআইয়ের সাধারণ সম্পাদক যথাক্রমে সীতারাম ইয়েচুরি এবং ডি.রাজাও | আমন্ত্রিতের তালিকায় সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগও আছে | অর্থাৎ অবিজেপি রাজনৈতিক প্রতিপক্ষ থেকে ক্ষুদ্র শক্তি, কাউকেই এই প্রক্রিয়ায় দূরে রাখছেন না| জানা গিয়েছে, কলকাতাতে বসেই দেশের অবিজেপি, অকংগ্রেসি দলগুলির কয়েকজন নেতানেত্রীর সঙ্গে কথা বলেছেন মমতা | সপা, আরজেডি, এনসিপি, টিআরএস, নেতারা কার্যত মমতার সিদ্ধান্তকেই সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন | বাকি থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ডিএমকে, শিবসেনা, তেলেগু দেশম পার্টি, সংযুক্ত জনতা দল, শিরোমণি অকালি দল, আপ এরা কী করবে তা দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ১৫ তারিখের বৈঠকেই আঁচ মিলতে পারে বলে মনে করা হচ্ছে | নজর থাকছে বামেদের দিকেও| বাংলায় বামেদের সঙ্গে মমতার বিরোধ থাকলেও প্রয়োজনে জাতীয় স্তরে বিজেপিকে ঠেকাতে মমতাকে সমর্থন দেওয়ার পথ আগেই খুলে রেখেছে বামেরা| এখন রাষ্ট্রপতি নির্বাচনে সেই বামেরা কী করে সেদিকেও লক্ষ্য থাকবে সকলের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *