দেবরীনা মণ্ডল সাহা :-উত্তর ২৪ পরগণার পানিহাটির ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, অসুস্থ হয়ে অনেকে ভর্তি হাসপাতালে | সূত্রের খবর, বেশ কয়েকজনের অবস্থা গুরুতর | পাঁচশো বছরের ঐতিহ্যবাহী দই- চিড়ে উৎসবে ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা | পানিহাটি মেলায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের | মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছেন, এই ঘটনায় তিনি গভীর শোকাহত | দণ্ড মহোৎসবে এসে নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি | রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে |
উল্লেখ্য, এই পরিস্থিতির পর মেলা বন্ধ করা হয়েছে | প্রসঙ্গত, সোদপুর থেকে ডানলপ যাওয়ার পথে সাগর দত্ত মেডিকেল কলেজের কাছে আয়োজন করা হয়েছিল মেলার | রাস্তার ধারে মঞ্চ গড়ে চলছিল উদযাপন | প্রতি বছরের মতো এবারও ভিড় ছিল দেখার মতো | কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়তে থাকে| উদ্যোক্তারা জল এবং খাবারের ব্যবস্থা রেখেছিলেন | কিন্তু তাতে লাভ হয়নি | একটা সময়ের পর ভিড় সামাল দিতে এক প্রকার ব্যর্থ হন উদ্যোক্তারা,বাড়ে ঠেলাঠেলি |
এদিকে রোদের তাপ বাড়তে থাকে | অসুস্থ হয়ে পড়ে যান কয়েক জন| তাঁদের বলরাম স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় | তিন জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন | বাকিদের চিকিৎসা চলছে | শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সাধারণ আসেন এই দন্ড মহোৎসবে | করোনা পরিস্থিতির জেরে গত ২ বছর বন্ধ ছিল এই মেলা | এই বছর ফের মেলা আয়োজিত হওয়ায় উপচে পড়ে দর্শনার্থীদের ভিড় | ইসকনের বিবৃতি, অতিরিক্ত গরমের কারণে পানিহাটি দণ্ড মহোৎসবের অনুষ্ঠানে অংশ নিতে আসা তিন বৃদ্ধ ভক্ত দেহ রেখেছেন |