প্রসেনজিৎ ধর :- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে বাধা দেওয়ায় এবার মুখ্যসচিবকে চিঠি দিলেন তিনি | রাজ্যের মুখ্যসচিবকে লেখা ওই চিঠিতে শুভেন্দু অধিকারী আবেদন করেছেন, হাওড়ায় বিজেপি পার্টি অফিসে যেতে তাঁকে যেন বাধা না দেওয়া হয় | প্রসঙ্গত, রবিবার হাওড়ায় বিজেপির পার্টি অফিস দেখতে আসার জন্য কাঁথি থেকে বেরোন বিজেপি নেতা | কিন্তু রাস্তায় পুলিশ তাঁর গাড়ি আটকায়,এরপর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লেখেন বিরোধী দলনেতা | চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের ভূমিকায় তিনি স্তম্ভিত | গতকাল রাত থেকে তাঁর কাঁথির বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয় | এরপর হাওড়া গ্রামীণ ও হাওড়া কমিশনারেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে তাঁকে সেখানে যেতে বাধা দেওয়া হয় বলে জানান তিনি | একইসঙ্গে কাঁথির আইসি সীমালঙ্ঘন করেছেন বলেও মুখ্যসচিবকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী | প্রায় ২ ঘণ্টা আটক করে রাখার পর অবশেশে তাঁর রাস্তা ছেড়ে দেয় পুলিশ | এরপর তমলুক থেকে সোজা কলকাতায় এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা | কলকাতায় এসে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে অবস্থানে বসেন তিনি | প্রসঙ্গত,এদিন হাওড়া যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে তমলুকের রাধামণি মোড়ে পুলিশ তাঁকে আটকায়| পুলিশের কাছে শুভেন্দু জানান, তিনি এখন রয়েছেন পূর্ব মেদিনীপুরে | এখানে ১৪৪ ধারা জারি হয়নি | তবুও কেন তাঁকে আটকানো হচ্ছে? একইসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, হাওড়া নয়, তিনি কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছেন। তার পরও রাস্তা না ছাড়ায় পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান শুভেন্দু অধিকারী | সেখান থেকে দাঁড়িয়ে ভিডিও কলে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেন | তাঁকে রাস্তায় আটকে দেওয়া নিয়ে আদালতেও যাবেন বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা | এরপরই মুখ্যসচিবকে চিঠি লেখেন শুভেন্দু অধিকারী | অন্যদিকে শুভেন্দু অধিকারীকে রাস্তায় আটকের প্রতিবাদে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা | এবার এই বিষয়ে শুভেন্দুকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ|
রবিবার কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা নাটক করছেন| একটা ধর্মীয় আবেগে আঘাত পড়েছে বা একাংশের রাজনীতিবিদ প্ররোচনা দিচ্ছেন | যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, তখন ছবি তুলে খবরে ভেসে থাকার চেষ্টা করছেন | এরা সব মানসিক রোগী | শুভেন্দু মানসিক রোগী | রাহুল সিনহা চুল আঁচড়ায় দেখুন, যেন যাত্রা পালার সখী | এরা এখন গোষ্ঠী রাজনীতি করছে |’