প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রীকে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে বিল পাশ হল রাজ্য বিধানসভায় | সোমবার সভাকক্ষে ২ ঘণ্টার আলোচনার পর বিলটি পাস হয় | ১৮৩ ভোট পড়ে বিলের পক্ষে, বিপক্ষে পড়ে ৪০টি ভোট|রাজ্যপালের অনুমতি পেলেই আইনে পরিণত হবে এই বিল | মন্ত্রিসভা সূত্রে খবর, রাজ্যপাল সই না করলে অর্ডিন্যান্স জারি করা হতে পারে | প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য নিয়োগের সিদ্ধান্ত হয়| শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত | বিধানসভায় এই মর্মে বিল আসবে বলে জানিয়েছিলেন তিনি | সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রীকে রাজ্যের ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে পেশ হয় বিল | প্রায় ২ ঘণ্টার বিতর্কের পর ভোটভুটিতে প্রত্যাশিতভাবেই পাশ হয়ে যায় বিলটি | নিয়ম মেনে এরপর রাজ্যপালের কাছে যাবে বিলটি | কিন্তু যে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হচ্ছে তিনি কি সই করবেন বিলে? এটাই এখন প্রশ্ন| ‘বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী হলে, রাজ্যের ক্ষেত্রে আপত্তি কীসের?’ গুজরাতের প্রসঙ্গ তুলে বিলের পক্ষে সওয়াল করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু|বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপাল বিলে সই না করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দিতে পারেন | অথবা দ্রুত সিদ্ধান্ত কার্যকর করতে অধ্যাদেশ জারি করতে পারে রাজ্য সরকার| মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক ব্যক্তিকে কেন আচার্য, প্রশ্ন বিরোধীদের|