Breaking News

ছাগলের কান দিয়ে সফল প্লাস্টিক সার্জারি!গবেষক মহলে হইচই ফেলেছেন আরজি.কর মেডিক্যাল কলেজ ও ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাত গবেষক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ছাগলের কান দিয়ে সফল প্লাস্টিক সার্জারি করে সারা দেশে শোরগোল ফেলে দিলেন বাংলার গবেষকরা | এই রাজ্যের ৭ গবেষক এই অসাধ্য সাধন করেছেন | ইতিমধ্যে এই কর্মকাণ্ড নিয়ে সারা দেশে হইহই পড়ে গিয়েছে | কলকাতার আরজি.কর.মেডিকেল কলেজ ও ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ৭ গবেষক যৌথভাবে এই কর্মকাণ্ড করে সারা দেশের নজর কেড়ে নিয়েছেন | ইতিমধ্যে তাঁদের এই গবেষণার সুফল পেয়েছেন অন্তত ২০ জন | সামান্য খরচে রোগীদের এখানে নাক বা কানের প্লাস্টিক সার্জারি করা হয়েছে | প্রতিস্থাপন সফল হওয়ায় ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি থেকে গত ৩০ মে কপিরাইট পেয়েছেন ওই গবেষকরা | ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির আর্থিক সহায়তায় এই প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে | সোমবার দুই সংস্থার গবেষকরা এই সংবাদ জানান| প্রকল্পের প্রোজেক্ট ইনভেস্টিগেটর রেডিওলজিস্ট ডা. শমিতকুমার নন্দীর কথায়,“ছাগলের কান ফেলে দেওয়া হয় | কোনও কাজে লাগে না| কিন্তু ছাগলের কান থেকে তরুণাস্থি বের করে বিশেষ পদ্ধতিতে কোষগুলিকে নষ্ট করে ফেলা হয় | রাসায়নিকভাবে পরিশোধন করতে হয় | তৈরি হয় নতুন এক নতুন কার্টিলেজ | যেটি রাসায়নিকভাবে সম্পূর্ণ ভিন্ন ধর্মের | এবার দেখা হল, এই কার্টিলেজ প্রাণিদেহে কোনও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে কি না | তা জানতে ল্যাবরেটরিতে কয়েকটি খরগোশের চামড়ার নিচে প্রায় চারমাস রাখা হয় | নিবিড় পর্যবেক্ষণ করে দেখা হয় সেগুলির শরীরে কোনও পরিবর্তন হচ্ছে কি না | কিন্তু কোনও বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়নি |”প্রকল্পের আরেক গবেষক অধ্যাপক ডা. সিদ্ধার্থ জোয়ারদার প্রকল্পের বিভিন্ন ধাপে ইমিউনোলজি ও মাইক্রোবায়োলজির প্রতিটি ধাপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন| আরজি.কর.মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগে কাজ শুরু হয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *