দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রুজিরার বাড়িতে পৌঁছে গেল সিবিআইয়ের ৮ অফিসারের একটি দল | মঙ্গলবার সাড়ে এগারোটা নাগাদ সিবিআইয়ের একটি দল অভিষেকের বাড়িতে পৌঁছে যায় | কয়লা পাচার মামলাতেই তাঁকে আজ জেরা করবে সিবিআই, এমনটাই সূত্রের খবর| এছাড়াও লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও তাঁর কাছ থেকে জানতে চায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা | কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল? কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে টাকা এসেছিল? কারা লাভবান হয়েছেন? এমন একাধিক অজানা তথ্য জানতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে |
এর আগে ১৪ মাসে আগে রুজিরাকে জিজ্ঞাসাবাদের সময় যে বয়ান দেওয়া হয়েছিল, সেই বয়ানের সঙ্গে তথ্য মিলছে না | এর জন্যই ফের জিজ্ঞাসাবাদ করতে পৌঁছায় সিবিআই| তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রীকে গত বছরের মার্চ মাসে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই| সেই বয়ান সন্তোষজনক হয়নি বলে খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে। আর সেই কারণেই আজ ফের জেরাপর্ব চলছে বলে জানা গিয়েছে |এর আগে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’বার তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন | এখন অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কলকাতায় তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে | কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত ১৩০০ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য মিলেছে |অভিযোগ, এই কয়লা পাচারের লাভের অংশ পৌঁছেছে বহু প্রভাবশালী ব্যক্তির কাছে | কেন্দ্রীয় তদন্ত সংস্থার সন্দেহ হাওয়ালা মারফত সেই মোটা টাকা বিদেশের ব্যাঙ্কে চলে যাচ্ছে | কয়লা পাচার মামলায় এই টাকা বিদেশ যাওয়ার তথ্য মিলেছে | এমনই একটা যোগসূত্রেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের |