Breaking News

‘৭ মাসে কিছুই হল না’,সিবিআই তদন্তে রীতিমতো হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, করলেন বিস্ফোরক মন্তব্য!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই যেভাবে এগোচ্ছে তাঁতে একেবারেই খুশি নন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় |সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে হতাশার সুর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় | মঙ্গলবার হাইকোর্টের এজলাসে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনেই সেই হতাশা প্রকাশ করলেন তিনি| সম্প্রতি রাজ্যের নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়| রাজ্য পুলিশ, সিআইডির তদন্ত প্রক্রিয়ার উপর ভরসা রাখতে পারেননি তিনি | সিট গঠনের প্রস্তাবও নাকচ করেছিলেন | এবার সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতিপ্রকৃতির উপর ভরসা হারাচ্ছেন খোদ সেই বিচারপতি | বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, “ডজন খানেক সিবিআই তদন্ত শেষে নোবেল পুরস্কার হবে মনে হচ্ছে | সিবিআইয়ের থেকে সিট ভাল | টানেলের শেষে কোনও আলো দেখতে পাচ্ছি না | আমি ক্লান্ত | আমি ২০২১ সালের নভেম্বরে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম | কিছুই হল না | কোনও মেটিরিয়াল উদ্ধার করতে পারেনি তারা এখনও | আমি খুবই হতাশ | সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর গত ৭ মাসে কিছুই হল না এই দেশে কিচ্ছু পালটাবে না | আমি সত্যি বেশ উদ্বিগ্ন | গতকাল থেকে মনে সন্দেহ হচ্ছে, সিবিআই আদৌ কিছু করতে পারবে কিনা?”এই সমস্ত তদন্তের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত বিচারপতি | তদন্তের গতিপ্রকৃতি নিয়ে দোলাচলে ভুগতে থাকা বিচারপতি বলছেন, “আমি জানি না পরে কী করব? পরে এই ধরনের ম্যাটার এলে তদন্তের দায়িত্ব কাকে দেব? ভাবছিলাম সব মেটেরিয়াল নিয়ে অন্য কাউকে তদন্ত করার দায়িত্ব দেব কিনা!”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *