দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কয়লা পাচার কাণ্ডে দ্বিতীয়বার তলবের পর কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা | এদিন ১১ টা ১৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন তিনি | পার্থ চট্টোপাধ্যায়-পরেশ অধিকারী-অনুব্রত মণ্ডল-পরেশ পালের পর মে মাসের শেষের দিকে শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই | কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল | কিন্তু সেই সময় রাজনৈতিক ও প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন বিধায়ক | তাই ১৫ দিনের মধ্যে সিবিআই দফতরে যাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছিলেন | সেই মর্মে সিবিআইকে মেলও করেছিলেন স শওকত মোল্লা | পাশাপাশি ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন তিনি | ১৫ জুন, বুধবার তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল | তারপরই সেই নির্দেশ মেনে আজ নিজাম প্যালেসে পৌঁছন শওকত মোল্লা | উল্লেখ্য, কয়লা পাচার মামলায় একাধিক তাবড় নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই | সেখান থেকেই শওকত মোল্লার নাম মিলেছে বলে সিবিআইয়ের দাবি | কয়লা পাচার কাণ্ডে তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নাম পায় সিবিআই | এর পর শওকতকে জিজ্ঞাসাবাদ করার জন্য বেশকিছু নথি নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | সিবিআই আধিকারিকরা জানান, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে জানা যায়, আসানসোল থেকে বেআইনিভাবে কয়লা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করা হত | নদিয়া জেলায়ও পাচার করা হত কয়লা | যেখানে কয়লা পাচার করা হত সেই জায়গাগুলির তালিকায় নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের| ক্যানিংয়ে যে ব্যক্তিদের কাছে এই পাচার করা কয়লা পৌঁছত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে | তাদের সঙ্গে কথা বলে শওকত মোল্লার নাম উঠে আসে বলে জানান সিবিআই গোয়েন্দারা |