Breaking News

প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় কনসার্টে এসে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে | সেই ঘটনায় এবার রাজ্যের বক্তব্য জানতে চাইল আদালত | উল্লেখ্য, কেকের মৃত্যুর পর কলকাতা হাইকোর্টে ৩ টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল | হাইকোর্ট সোমবার রাজ্যেকে নির্দেশ দিয়েছে, এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার | সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল তিনটি জনস্বার্থ মামলার | এর মধ্যে একটি মামলায় প্রশ্ন উঠেছিল, কেকে-র শেষ অনুষ্ঠান-মঞ্চের অব্যবস্থা নিয়ে | এছাড়া ভবিষ্যতে কোনও শিল্পীর ক্ষেত্রে এই ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারটি রাজ্যকে নিশ্চিত করতে বলা হয়েছিল আরও একটি মামলায় | কেকে-র মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জিও জানান এক মামলাকারী | মামলাগুলি করেছিলেন তিন আইনজীবী সৌম্যশুভ্র রায়, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ইমতিয়াজ আহমেদ | মামলাগুলি নিয়ে আদালত রাজ্যের হলফনামা চাইলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘এত কথা বলা হচ্ছে | অথচ শিল্পীর পরিবারের তরফেই কোনও অভিযোগ দায়ের করা হয়নি| তাঁরা এ নিয়ে কোনও অভিযোগও করেননি |’’ আদালত অবশ্য তিন সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে | প্রসঙ্গত, ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষেই অসুস্থ হয়ে পড়েন কেকে | এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন | এই ঘটনায় হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয় | সেই মামলার শুনানিতেই এবার আদালতে হলফনামা জমা দিতে নির্দেশ | প্রসঙ্গত, কলেজ ফেস্টে বেলাগাম খরচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে | টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা | এই পরিস্থিতিতে কেকে-র মৃত্যুর পরই অনুষ্ঠানের খরচ ঘিরে টিএমসিপি নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব | কলেজ ফেস্ট ঘিরে বিলাসিতা নয় | আগামী দিনে কলেজ ফেস্ট ঘিরে উচ্ছ্বাস, খরচে লাগাম টানার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *