দেবরীনা মণ্ডল সাহা :- অগ্নিপথ প্রকল্প নিয়ে অশান্তি শুরু হয়েছে গোটা দেশেই | এ নিয়ে এবার বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় | সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেনা নয়, ওই প্রকল্পের ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক | চাকরি দেওয়ার নামে ক্যাডার তৈরি করতে চাইছে বিজেপি | চার বছর পর কী হবে তা কেউ জানে না | কিন্তু তারা বন্দুক চালানোর লাইসেন্স পেয়ে যাবে| সারা দেশে আগুন নিয়ে খেলা চলছে | অগ্নিবীর নিয়োগ সেনার অপমান | তোমরা চার বছরের ললিপপ দেখাচ্ছো চাকরির নামে? ছাত্র যৌবনকে চাকরি দাও, আমরা মাথায় তুলে রাখব | এতদিন তিনি এই প্রকল্প নিয়ে একটিও শব্দ খরচ করেননি প্রকাশ্যে বা নেটমাধ্যমে | আর এদিন মুখ খুলেই তিনি নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে | এদিন রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প | এরাই ভোট লুট করতে সাহায্য করবে | পার্টি অফিসে পাহারা দেবে | বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই চার বছরের এই ললিপপ দিয়েছে | কেন্দ্র তরুণদের স্থায়ী চাকরি দিলে আলাদা কথা | কিন্তু অগ্নিপথ আসলে চার বছরের ললিপপ | চার বছর পর তো এদের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমোদন থাকবে | তারপর এরা কী করবে? বিজেপি কি তা হলে গুন্ডা বানাচ্ছে! কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি আসলে তাদের নিজেদের ক্যাডার তৈরি করতে চাইছে | এরাই বিজেপির ভোট লুট করবে | পার্টি অফিস পাহারা দেবে|’ অন্যদিকে, মমতার ওই মন্তব্যের জন্য তাঁকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ”মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর নিন্দা করছেন, তা মেনে নেওয়া যায় না |” তাঁর নেতৃত্বে এরপর বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন, বিক্ষোভ দেখান |