প্রসেনজিৎ ধর :- এসএসসি-প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বেজায় অস্বস্তিতে রাজ্য সরকার | একাধিক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত | এমনকি শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগে তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই | পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও সচিবকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা | বিধানসভায় এনিয়ে সবর হলেন মমতা বন্দ্যোপাধ্যায় | সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যদি ১ লাখের মধ্যে ৫০টা ভুল হয়েও থাকে তা শুধরে নিয়ে হবে | আমি জানি কাজ করতে গেলে ভুল হতে পারে | কিন্তু আমাকে তো সময় দিতে হবে সংশোধন করার জন্য | সংশোধন না করতে পারলে তুমি আমাকে জেলে পাঠাও | আরে আমি তো সাড়ে পাঁচ হাজার চাকরির সুযোগ তৈরি করেছি! বিজেপির কেউ কেউ বলছে সতেরো হাজার চাকরি যাবে | ওই সতেরো হাজার কিন্তু তোমার বাড়িতে গিয়ে বসে থাকবে বলে দিলাম|’ শুভেন্দুর নাম না করে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আর যে দাদামণি চাকরি দিয়েছেন, তাঁর হিসেব কে নেবে? সিবিআই তাঁদের ধরবে না? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর| সেই সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন | পুরুলিয়া জেলায় চাকরি দেননি, বঞ্চিত করেছিলেন ওঁদের। আমার বাড়িতে এসেছিলেন, চাকরি দিয়েছিলাম |” যদিও পালটা দিয়েছেন শুভেন্দু| তিনি দাবি করেন, ২০১৩ সালে পার্থ শিক্ষামন্ত্রী হয়েছিলেন | তখন থেকে নন্দীগ্রামের জন্য একটি ব্ল্যাকবোর্ডও চাননি | পার্থের কাছে কখনও চাকরি পাইয়ে দেওয়া বা বদলির আবেদন করেননি | শুভেন্দুর চ্যালেঞ্জ, মমতা যদি অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি থেকে অবসর নেবেন বলে জানান শুভেন্দু |