দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অপসারণ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল মানিক ভট্টাচার্য | কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি|| মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হতে হবে পর্ষদ সভাপতিকে | প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, ‘সিঙ্গল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক অসুবিধা হবে |’ তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন তাঁরা | উল্লেখ্য সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে ড. মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেন| সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার দুপুর দু’টোর মধ্যে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে| এদিন বিচারপতি তাঁকে কিছু প্রশ্ন করবেন, সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে তাঁকে | প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট | শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁকে সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ| পাশাপাশি মঙ্গলবার তাঁকে সশরীরে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে | যতদিন না নতুন সভাপতি নিয়োগ হচ্ছে ততদিন পর্ষদের দায়িত্বে থাকবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী | উল্লেখ্য ২০১৪ সালের প্রাইমারিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি্র অভিযোগ ওঠে | ২৬৯ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে | ২০১৬ সালে একটি প্যানেল প্রকাশ করেছিল পর্ষদ| এরপর ২০১৭ সালে আরও একটি প্যানেল প্রকাশিত হয় | সেই প্যানেলেই দুর্নীতি করা হয় বলে অভিযোগ ওঠে| অভিযোগ, পরীক্ষা না দিয়েই অনেকে চাকরি পেয়েছে বলে অভিযোগ করেন মামলাকারীরা | হাইকোর্টের নজরদারিতে সেই দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই |