Breaking News

সবাইকে সারপ্রাইজ দিয়ে হঠাৎ নবান্নে শোভন-বৈশাখী, চাপে পড়ে গেলেন রত্না!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় | এদিন বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাখলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় | এদিন শোভন জানান, ‘দিদির নির্দেশ বাস্তবায়িত করা আমার কাজ’| এদিন নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভন বলেন, আমি নবান্ন ছাড়ার পরেও দিদির সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশে দেখা হয়েছে | কখনও উনি আমাকে ডেকেছেন | কখনও কোনও অনুষ্ঠানে দেখা হয়েছে | আজ আবার দেখা হল |তৃণমূলে ফেরার ব্যাপারে সরাসরি জবাব এড়িয়ে শোভন বলেন, ‘আমার ছোটবেলা থেকে আজকের এই দিন পর্যন্ত প্রায় সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | মমতাদির ইচ্ছা বাস্তবায়িত করা আমার কর্তব্য বলে আমি মনে করি | আমার রাজনৈতিক জীবন ও অন্য কিছু, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক’ | শোভন আরও বলেন, ‘মমতাদির কাছে আসব, চা খাব, মত বিনিময় করব, এটাই তো বাঞ্ছনীয়’ | এদিন বেলা ৩.২০ মিনিটে নবান্নে পৌঁছন মমতার একদা আস্থাভাজন শোভন চট্টোপাধ্যায় | ৩.২৫ মিনিটে নবান্নের ১৪ তলায় পৌঁছে যান তিনি। বিকেল ৩.৩০ মিনিট থেকে শুরু হয় বৈঠক | প্রায় ১ ঘণ্টা ধরে কাননের সঙ্গে বৈঠক করেন দিদি | তবে এদিন নবান্নে যে শোভন, বৈশাখীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কথাবার্তা হয়েছে, তা সাফ জানিয়েছেন শোভনের মেয়রের বান্ধবী| এদিন বৈশাখী বলেন, “শোভন ও মমতা দু’জনই রাজনৈতিক ব্যক্তিত্ব, তাই রাজনৈতিক আলোচনাই হয়েছে ভাই, দিদির মিষ্টিমধুর আলোচনা হয়েছে | সেগুলো উপভোগ করলাম| আগামী দিনে নিশ্চয়ই দেখা যাবে | শোভনের রাজনীতিতে দেওয়ার আরও অনেক কিছু আছে | দ্রুত কাজে ফিরুক আমি চাই | মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক | মাঝে অভিমানের প্রাচীর তৈরি হয়েছিল | তবে আমি খুশি অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে|” তবে কি আগামী ২১ জুলাইয়ের মঞ্চেই তৃণমূলে ফিরেছেন শোভন চট্টোপাধ্যায়? সে বিষয়ে যদিও নির্দিষ্ট করে কিছুই বলতে চাননি বৈশাখী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *