Breaking News

ফের তলব এসএসসি চেয়ারম্যানকে, বৃহস্পতিবার এসএসসি চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আদালতের নির্দেশ অমান্য করায় ফের তলব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে | আগামীকাল সকাল সাড়ে দশটায় সিদ্ধার্থ মজুমদারকে আদালতে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে | নবম–দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে | তার প্রেক্ষিতে এসএসসি’‌র কাছে রিপোর্ট চেয়ে পাঠায় কলকাতা হাইকোর্ট | রিপোর্ট জমা না পড়ায় এসএসসি’‌র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা| আদালত সূত্রে খবর,‌ ২০১৬ সালে নবম–দশম শ্রেণির ভূগোল শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছিল, তা নিয়েই মামলা চলছে কলকাতা হাইকোর্টে | এই সংক্রান্ত রিপোর্ট এসএসসি’‌র কাছে তলব করা হয়েছিল | রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল ৭ জুনের মধ্যে | কিন্তু তা জমা করা হয়নি | তাই সিদ্ধার্থ মজুমদারকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে | ২০১৬ সালের এসএসসি চাকরিপ্রার্থীরা অভিযোগ তুলেছিলেন | তাঁদের অভিযোগ, ভূগোলে অনেকে কম নম্বর পেয়েও চাকরি পেয়েছে। এমনকী বহাল তবিয়তে এখন তাঁরা চাকরি করছেন | তাই ওই বছরের সকল পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে | আর তা না হওয়ায় মামলা হয় | যার জন্য এখন সশরীরে হাজিরা দিতে হবে সিদ্ধার্থ মজুমদারকে| এই বিষয়ে‌ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র সংবাদমাধ্যমে বলেন, ‘‌স্কুল সার্ভিস কমিশনের সার্ভার রুম সিবিআই নিজেদের হেফাজতে রেখেছে | তাদের অনুমতি পেলেই ওই রুম ব্যবহার করা যাবে | আর নম্বর প্রকাশ করা যাবে | আদালত জানতে চায় এই বিষয়ে চিঠি দিয়ে সিবিআইকে তারা কিছু জানিয়েছেন কিনা | তাই বৃহস্পতিবার তলব করা হয়েছে কমিশনের চেয়ারম্যানকে | আবেদনকারীদের দেওয়া নথি দেখার পরে গত ৭ জুন এসএসসি-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত | যদিও এসএসসি-র তরফে জানাও হয় এই সংক্রান্ত কোনও তথ্য তাদের হাতে নেই | তারা আরও জানায় যে সিবিআই হেফাজতে রয়েছে সার্ভার রুম | তাই তথ্য সংগ্রহ করা যাচ্ছে না | যদিও এই যুক্তিতে সন্তুষ্ট নয় আদালত | সেই কারণেই তলব করা হয়েছে চেয়ারম্যানকে| এর আগে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগের মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *