Breaking News

ইডির তলবে সাড়া,সন্তান কোলেই সিজিও কমপ্লেক্সে অভিষেকপত্নী রুজিরা,কয়লা পাচার মামলায় তলব!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ ইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে | আর তাতে সাড়া দিতে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন তিনি | এমনকী ছেলেকে কোলে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় | বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ ইডি’‌র দফতরে ঢোকেন তিনি |
কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে তাঁকে| সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতায় রুজিরাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি | সেই কারণেই দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডির স্পেশাল টিম | সেই টিমে রয়েছেন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার কপিল রাজ | তিনি-ই নেতৃত্ব দিচ্ছেন ইডি প্রতিনিধি দলকে | এছাড়া এই মামলার তদন্তকারী অফিসার সুমিত প্রকাশ জৈনও থাকছেন | জিজ্ঞাসাবাদের প্রয়োজনে সাহায্য নেওয়া হতে পারে কলকাতার অফিসারদের |আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন রুজিরা | সেখানে গাড়ি থেকে নামতেই দেখা যায়, তাঁর ২ বছরের পুত্রসন্তান আয়াংশকে কোলে নিয়ে ঢুকছেন সিজিও কমপ্লেক্সে | সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীও | বুধবার তলবের নোটিশ পাঠানো হয় রুজিরাকে | উল্লেখ্য, দু’বছরের পুত্র সন্তানকে কলকাতায় রেখে নয়াদিল্লি যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয় | তদন্তকারী অফিসাররা যদি কলকাতায় ডাকেন তাহলে তাঁর হাজিরার মুখোমুখি হতে কোনও অসুবিধা নেই | এই কথা বলেছিলেন রুজিরা, কিন্তু নাছোড়বান্দা ছিল ইডি | তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক এবং রুজিরা| সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ইডি–কে জেরা করতে হলে কলকাতাতেই করতে হবে, তাই এবার কলকাতায় তলব |প্রসঙ্গত, কয়লা পাচারকান্ডে দুটি মামলা চলছে| একটি মামলার তদন্ত করছে সিবিআই| সেখানে কারা কারা সুবিধাভোগী, কারা কারা এই কয়লা পাচারকান্ডে টাকা নিয়েছেন অর্থাৎ কয়লাপাচার সংক্রান্ত বেআইনি অর্থ কারা কারা আত্মসাৎ করেছেন তা তদন্ত করে দেখছে সিবিআই | দ্বিতীয়টি হচ্ছে মানি লন্ড্রারিং অর্থাৎ কয়লাপাচার সংক্রান্ত দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে কিনা, কোথায় পাচার হয়েছে, সেই টাকা কারা পেয়েছেন, তা তদন্ত করে দেখছে দিল্লি ইডি দফতর | এখন তদন্তকারীদের দাবি, টাকার লেনদেন খতিয়ে দেখতে গিয়ে তাঁরা এমন বেশকিছু লেনদেন পেয়েছেন যার সূত্র ধরেই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে| সেই কারণেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *