Breaking News

বিজেপিতে মোহভঙ্গ!আড়াই বছর পর পদ্ম ছেড়ে ফের জোড়াফুল ধরলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা

দেবরীনা মণ্ডল সাহা :- বিজেপির অন্দরে অন্তর্কলহ অব্যাহত রয়েছে| একের পর এক জেলায় সংগঠন ভাঙতে শুরু করেছে | এবার আড়াই বছর বিজেপিতে মোহভঙ্গ হয়ে তৃণমূল কংগ্রেসে ফিরলেন বীরভূমের নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা | শনিবার বিজেপি ছেড়ে হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা | তার হাতে পতাকা তুলে দিলেন বোলপুরের সাংসদ অসিত মাল ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ| শনিবার কীর্ণাহারে তৃণমূলের কর্মিসভাতে তাঁর হাতে তুলে দেওয়া হয় সবুজ শিবিরের পতাকা |এদিন তাঁকে কীর্ণাহার ২ পঞ্চায়েতের সাংগঠনিক দায়িত্বও দেওয়া হয়|
গত ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর সবুজ শিবির থেকে বেরিয়ে বেরুয়া শিবিরে নাম লিখেছিলেন গদাধর | অথচ ২০১১ সালে নানুর বিধানসভা কেন্দ্র থেকে জোড়াফুল প্রতীকে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন তিনি | তারপর প্রাক্তন বিধায়ক ২০১৯ সালে দিল্লিতে গিয়ে গলায় তুলে নিয়েছিলেন গেরুয়া উত্তরীয় | জানা গিয়েছে, গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নানুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হওয়ার কথা ছিল তাঁর | তবে প্রার্থী করেনি পদ্ম শিবির | সূত্রে খবর, নানুরের বর্তমান বিধায়ক বিধান চন্দ্র মাজির সঙ্গে কথা বলে তিনি তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন | তৃণমূল সূত্রের খবর, সেই মুহূর্তেই তাঁকে দলে ফেরানো হয়নি, বলা হয়েছিল অপেক্ষা করতে | অবশেষে আজ তাঁকে ফেরানো হয়েছে দলে | এদিন তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পাশাপাশি দেওয়া হয়েছে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব | এদিন গদাধর বলেন, ভুল বুঝে তিনি বিজেপিতে গিয়েছিলেন | সেই ভুল বুঝতে পেরেছেন | তৃণমূলে থেকেই কাজ করতে চান তিনি | এদিন তিনি বলেন, রাজ্যে উন্নয়ন মানেই তৃণমূল | বিজেপির দ্বারা উন্নয়ন হবে না | উল্লেখ্য, তিনি দীর্ঘ বছরের সংগঠক|প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নানুর কেন্দ্র থেকে বিজেপি তাঁকে টিকিট দেয়নি| তখন থেকেই ক্ষোভ তৈরি হয়েছিল গদাধরের | বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল | মোহভঙ্গ হল যখন রাজ্য নেতারা পাশে দাঁড়ালেন না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *