Breaking News

নিত্যযাত্রীদের জন্য সুখবর!অফিসযাত্রীদের সুবিধা দিতে কমছে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান,বাড়ানো হচ্ছে মেট্রো রেলের সংখ্যা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইতিমধ্যেই বেড়েছে প্রথম এবং শেষ মেট্রোর সময়সীমা | বাকি ছিল অফিসটাইমে ঘন ঘন মেট্রো | এবার অফিস যাত্রীদের জন্য সুখবর নিয়ে এল মেট্রো রেল কর্তৃপক্ষ| তাঁদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমানো হচ্ছে বলে সূত্রের খবর | সময়ের ব্যবধান কমলে বাড়বে মেট্রো | কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল শহরে মেট্রো পরিষেবা | তার পর প্রথমে কার্ডের মাধ্যমে যাত্রীরা যাতায়াত করতে পারলেও পরবর্তীতে আগের মতো টোকেন সিস্টেমও চালু করে মেট্রো কর্তৃপক্ষ| শনিবার মেট্রো রেলের তরফে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো হবে | সাধারণত সকাল ও সন্ধ্যায় অফিস টাইমে যাত্রীদের ভিড় সামাল দিতে মেট্রোর ট্রেন বাড়ানোর এই সিদ্ধান্ত | ১ তারিখ থেকে ৫ মিনিট ব্যবধানে চলবে মেট্রো | বর্তমানে সারা দিনে ২৮২ টি মেট্রো চলে | আগামী পয়লা জুলাই থেকে সেই সংখ্যাটা বেড়ে হবে ২৮৮ | সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপ এবং ডাউন প্রত্যেক লাইনে ১৪৪টি ট্রেন চলবে | কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত এই ২৮৮টি মেট্রো চলবে | এই ট্রেনগুলির মধ্যে ১৭২টি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে | ১৭২টি ট্রেনের মধ্যে ৮৬টি আপ এবং ৮৬টি ডাউন লাইনে চলবে | মেট্রো সূত্রে খবর, দুটি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে | এক, অফিস টাইমে মেট্রোয় উপচে পড়া ভিড় ঠেকানো | দুই, আবার করোনাভাইরাস বাড়ছে | তার প্রভাব যেন মেট্রো রেলে না পড়ে | মেট্রোর সংখ্যা বাড়লে এই সমস্যা মিটে যাবে বলেই আশা করা হচ্ছে | এখন মেট্রো রেল আর লোকসানের মুখ দেখতে চায় না | আয় বেড়েছে, সেটা অব্যাহত রাখতেই এই পদক্ষেপ | ইতিমধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে রবিবার সকালে প্রথম মেট্রো ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে | তবে দিনের প্রথম ট্রেন ছাড়ার সময় এগিয়ে আনা হলেও দিনের শেষ ট্রেন ছাড়ার সময় আগের মতোই থাকবে | প্রত্যেক দিনের শেষ মেট্রোর সময় থাকছে রাত সাড়ে ৯টা | পাশাপাশি জানানো হয়েছে শনিবার ও রবিবারের মেট্রোর সময়সূচি একই থাকবে | অপরিবর্তিত থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাও |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *