দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার পোস্তায় বন্ধ দোকানের ভিতর থেকে স্বর্ণব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার | নন্দলাল সোনি (৫০) নামে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় কালুনান লেনের দোকান থেকে | ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট| তাতে তিনি জানিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য দায়ী ৬ জন | তাদের ভিডিয়ো রয়েছে তাঁর মোবাইল ফোনে|পুলিশ সূত্রে খবর, পোস্তায় ওই স্বর্ণ ব্যবসায়ী নন্দলাল সোনি রবিবার সারাদিন তিনি বাড়িতে ছিলেন না | বাবার খোঁজে দোকানে আসেন তাঁর ছেলে | সেখানেই ওই স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি, খবর দেওয়া হয় পুলিশকে | ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে | নিহত বছর পঞ্চাশের ব্যবসায়ী নন্দলাল সোনি লেকটাউন থানা এলাকার বাসিন্দা | পোস্তায় দোকান ছিল তাঁর | রবিবার আচমকাই দোকানে যান নন্দলাল | রাত বেড়ে গেলে বাড়ি ফিরছিলেন না তিনি | দুশ্চিন্তায় পড়ে যান নন্দলালের পরিবারের লোকজন | তড়িঘড়ি দোকানে পৌঁছন ব্যবসায়ীর ছেলে মায়াঙ্ক | বছর ঊনত্রিশের ওই যুবক দোকানে গিয়ে দেখেন ভিতর থেকে বন্ধ | বেশ কয়েকবার দোকানের দরজা ধাক্কা দেন তিনি | কারও সাড়াশব্দ পাওয়া যায়নি | বাধ্য হয়ে স্থানীয়দের ডাকাডাকি শুরু করেন তিনি।স্থানীয়রা জড়ো হয়ে যান | দেখেন শাটার টানা কিন্তু তালা দেওয়া নেই | শাটার তুলতেই কাচের দরজার দিয়ে দেখেন ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন বাবা | অবাক হয়ে যান প্রায় সকলেই | দেখেন দোকানের সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই স্বর্ণ ব্যবসায়ী | তড়িঘড়ি সকলের সাহায্য নিয়ে বাবাকে নিচে নামিয়ে আনেন ওই যুবক | তাঁকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় | চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান | এরপর পুলিশ স্বর্ণ ব্যবসায়ীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয় | ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে | ওই সুইসাইড নোটে ৬ জনের নাম উল্লেখ রয়েছে | তারা কীভাবে ব্যবসায়ীর মৃত্যুর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে | প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন নন্দলালবাবু | পরিবারের তরফে জানানো হয়েছে, যাদের নাম সুইসাইড নোটে রয়েছে তারা প্রত্যেকেই পরিবারের পরিচিত | ঘটনার তদন্তে নেমে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ |