প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল| ব্রাত্য বসুর নেতৃত্বে কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, অর্জুন সিং সহ তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল রাজভবনে | প্রসঙ্গত, সারদা নিয়ে সম্প্রতি রাজ্য রাজনীতি নতুন করে উত্তাল হয়েছে | সারদা কর্তা সুদীপ্ত সেন সম্প্রতি ফের মুখ খুলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে | আদালতে সুদীপ্ত দাবি করেছেন, বিজেপি নেতা তাঁর থেকে টাকা নিয়েছেন | আর তারপরই শুভেন্দু অধিকারী এখনও কেন গ্রেফতার নয়? এই প্রশ্ন তুলে সোমবার তোপ দাগে তৃণমূল কংগ্রেস | শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস | বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছিলেন সেখানে | প্রসঙ্গত, গত শুক্রবার বিধাননগরের সাংসদ-বিধায়কদের বিশেষ আদালতে হাজিরা দিতে আসেন সারদা–কর্তা সুদীপ্ত সেন | সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, তাঁকে ‘ব্ল্যাকমেল’ করে ৫০ লাখ টাকার ড্রাফট দেখিয়ে ‘লাখ লাখ কোটি কোটি’ টাকা নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু | এই নিয়ে তিনি আদালতে চিঠি দিয়েছেন | আবার নারদা কাণ্ডেও নাম রয়েছে নন্দীগ্রামের বিধায়কের | এই আবহে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে আন্দোলনে তৃণমূল কংগ্রেস | আর এই অভিযোগকে ঘিরেই শাসক শিবিরের প্রশ্ন, সারদা কেলেঙ্কারিতে যদি তৃণমূল কংগ্রেসের নেতাকে সিবিআই গ্রেফতার করতে পারে, তবে সারদার কর্ণধার নিজে যখন শুভেন্দু অধিকারীর নাম করছেন, তখন তাঁকে কেন গ্রেফতার করা হবে না? তিনি বিজেপিতে আছেন বলেই কি সিবিআই হাত থেকে ছাড়পত্র পেয়ে চলেছেন?সারদা কান্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে | এই দাবিতে পথে নেমেছে শাসকদল। ইতিমধ্যেই এই দাবিকে সামনে রেখে কলকাতা, হলদিয়া ও কাঁথিতে প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস| সোমবার সিজিও কমপ্লেক্সের সামনেও সভা করে | এবার মঙ্গলবার রাজভবনে রাজ্যপালের কাছে দরবার |