Breaking News

পরিকাঠামো নিয়ে সমস্যা!রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া স্থগিত শিক্ষা দফতরের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পরিকল্পনা স্থগিত করল রাজ্য সরকার| এ বছর আপাতত এই প্রক্রিয়া স্থগিত রাখল শিক্ষা দফতর |মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করার পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী| চলতি শিক্ষাবর্ষে রাজ্যের পড়ুয়াদের বিএ, বিএসসি, বিকমে ভরতি নেওয়া হবে কেন্দ্রীয়ভাবে অনলাইন প্রক্রিয়ায় | এই কাজে উচ্চশিক্ষা দফতরএকটি নতুন পোর্টাল তৈরি করবে | বাড়ি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রী বা তাঁদের অভিভাবকরা | তিনদিন আগেও কার্যত একথাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | মঙ্গলবার এ বিষয়ে উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এরপরই সিদ্ধান্ত বদল | উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির জন্য যা পরিকাঠামো প্রয়োজন তা তৈরি করা এখনও সম্ভব হয়নি | ফলে এবছর এই প্রক্রিয়ায় ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না | তবে কীভাবে ভর্তি, সেটাই এখন বড় প্রশ্ন | মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | সেই বৈঠকেই কলজে-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় | সূত্রের খবর, তাতেই সিদ্ধান্ত হয় যে, এবছর সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ায় যাওয়া হবে না |এক্ষেত্রে নির্দিষ্টভাবে আরও কিছু তথ্য ও ফুলপ্রুফ পরিকল্পনার ভিত্তিতে এগোতে চাইছে দফতর | তাতে ছাত্রছাত্রীদেরই সুবিধা হবে,মনে করছে দফতর | তাই এবছরই কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির প্রক্রিয়া হচ্ছে না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *