Breaking News

সারা বিশ্বে ৩ জন, শ্বাসনালিতে বিরলতম ত্রুটি কলকাতার মহিলার!অপারেশন থিয়েটারে রোগীকে অজ্ঞান করতে গিয়ে হতবাক চিকিৎসক

প্রসেনজিৎ ধর, কলকাতা :- এক সমস্যার অস্ত্রোপচার করতে গিয়ে ধরা পড়ল আরেক সমস্যা | শ্বাসনালিতে বিরলতম ত্রুটি ধরা পড়ল কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া এক মহিলার | সারা বিশ্বে এহেন দু’জন মাত্র মানুষের সন্ধান মিলেছে, আর তৃতীয় জনের খোঁজ পাওয়া গেল কলকাতায় | সাতচল্লিশ বছরের ওই মহিলার ওই বিরল শারীরিক ত্রুটি মেরামত করে প্রয়োজনীয় অস্ত্রোপচারটি অবশ্য সেরে ফেলেছে হাসপাতাল | ঘটনা হল, সামান্য স্ত্রীরোগ সংক্রান্ত অপারেশন করাতে গিয়েই মহিলার এই বিচিত্র রোগটি ধরা পড়েছে | আগে তিনি বা বাড়ির কেউ বিষয়টি জানতেনই না | ডাক্তারি পরিভাষায় এই শারীরিক ত্রুটির নাম ফ্যারিঞ্জিয়াল ওয়েব | জানা গিয়েছে পূর্ব কলকাতার বেলেঘাটা এলাকার বাসিন্দা বছর সাতচল্লিশের ওই মহিলা স্ত্রীরোগ সংক্রান্ত অপারেশন করাতে ভর্তি হয়েছিলেন হাসপাতালে|আর সেই অপারেশন করতে গিয়ে চিকিৎসকরা খুঁজে পান নতুন সমস্যা| চিকিৎসকরা জানান, ওই মহিলাকে স্ত্রী রোগ সংক্রান্ত বিষয়ে অস্ত্রোপচার করতে টেবিলে তোলা হয় | প্রস্তুত ছিলেন অ্যানাস্থেটিস্ট| কিন্তু রোগীকে অজ্ঞান করতে গিয়ে দেখা যায় অচেতন অবস্থায় রোগী শ্বাসপ্রশ্বাসই নিতে পারবেন না, কারণ জটিল তাঁর শ্বাসনালির গঠন | এরপর চিকিৎসকরা শ্বাসনালির ত্রুটির অস্ত্রোপচার করেন | ওই মহিলার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক জানান, ‘জায়গাটা জালের মতো ছিল|| ভিতরটা দেখা যাচ্ছিল না|’ চিকিৎসক আরও জানান, এটা ডেভলপমেন্টাল অ্যানোমেলি | জন্মের সময় থেকেই এই সমস্যা রয়েছে | কিন্তু এতদিন কোনও সমস্যা দেখা না যাওয়ায় ওই মহিলা টের পাননি | সাধারণত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় | প্রাপ্ত বয়স্কদের মধ্যে ফ্যারিঞ্জিয়াল ওয়েব বিরলের মধ্যে বিরলতম দৃষ্টান্ত বলে জানান তিনি। যদিও অস্ত্রোপচার করে ত্রুটি ঠিক করে দিয়েছেন চিকিৎসকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *