Breaking News

‘রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি,আগে জানালে ভেবে দেখতাম’ মুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- “এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি | আগে জানালে ভেবে দেখতাম|” কলকাতায় ইসকনে রথযাত্রার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | শুক্রবার দুপুরে রথযাত্রা উপলক্ষে কলকাতায় ইসকনের মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | নুসরত জাহান-সহ অন্যান্যরা ছিলেন তাঁর সঙ্গে | সেখান থেকেই রাষ্ট্রপতি ভোট নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি বলেন, ‘আগে থেকে বিজেপি যদি জানাত যে একজন আদিবাসী মহিলাকে তারা প্রার্থী করছে, তাহলে আমরাও (ভেবে দেখার) চেষ্টা করতাম| মহিলাদের প্রতি আমার একটা বিশেষ ভাবাবেগ আছে | রাজনীতিতে অবশ্য পুরুষ এবং মহিলা – সবাই আছেন | (আমার ক্ষেত্রে) ওরা হয়ত সেই বিষয়ট বিবেচনা করে না কখনও | সেটা নয় | (দেশের স্বার্থে) আমরা ১৬-১৭ ট বিরোধী দল মিলে একটি সিদ্ধান্ত নিতে পারতাম | (বৃহত্তর স্বার্থে) একজন প্রার্থী হলে ভালো হত | কিন্তু বিজেপির যখন ফোন এসেছিল, তখন ওরা শুধু আমাদের পদপ্রার্থী জানতে চেয়েছিল | ওদের প্রার্থীর বিষয়ে কিছু জানায়নি | মমতা আরও দাবি করেন, ১ ৬-১৭ টি বিরোধী দল মিলে যশবন্তকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে | সেই পরিস্থিতিতে একার সিদ্ধান্তে সরে আসতে পারেন না | তিনি বলেন, ‘বিরোধীদের যে প্রার্থী করা হয়েছে, তাঁকে সামনে রেখে এগিয়ে যাব| তবে আগে যদি জানতাম (যে আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি নির্বাচনে) দাঁড় করানো হচ্ছে, তাহলে আমরা সম্মিলিতভাবে আলোচনা করতাম |’ সঙ্গে তিনি দাবি করেন, মহারাষ্ট্রে ক্ষমতা বদলের পরে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি | মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে অত্যন্ত ইঙ্গিতবাহী, তা বলাই বাহুল্য |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *