Breaking News

কালনায় রথযাত্রায় বিশৃঙ্খলা!রথ টানতে গিয়ে পদপিষ্ট হয়ে অসুস্থ বহু মানুষ

প্রসেনজিৎ ধর :- পানিহাটির পর ফের একবার ধর্মীয় জমায়েতে পুলিশি অব্যবস্থার জেরে পদপিষ্টের ঘটনা ঘটল রাজ্যে | এবার পূর্ব বর্ধমানের কালনায় রথযাত্রাকে কেন্দ্র করে জমায়েতে পদপিষ্ট হলেন অনেকে | অতিরিক্ত ভিড়ের জেরে ঘটনাস্থলে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে | আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় | স্থানীয়দের দাবি, রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন ছিল না জগন্নাথতলায় | ফলে ভিড়কে আটকানোর কোনও উপায় ছিল না, তার জেরেই এই দুর্ঘটনা | বর্ধমানের মহারাজার প্রতিষ্ঠিত এই রথ দেখতে এলাকায় মানুষের ঢল নেমেছে প্রতিবছরের মতোই | কিন্তু রথযাত্রা উৎসবে ভিড় হবে জেনেও এলাকায় পুলিশ মোতায়েন করা কেন হল না,এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে |
পুলিশ জানিয়েছে, দীর্ঘ দুবছর রথযাত্রা উৎসব বন্ধ ছিল কালনায় | এ বছর রথযাত্রা উৎসব হওয়াতে উৎসবের মেজাজ ছিল অনেকটাই | সকাল থেকেই এলাকায় প্রচুর মানুষের সমাগম ঘটে | কালনার জগন্নাথ তলার রথের জায়গাটি তুলনায় অনেকটাই ছোট | ফলে বেশি সংখ্যক ভক্ত সমাগম হওয়ায় দড়ি টানতে গিয়ে ঝামেলা শুরু হয় কে আগে দড়ি টানবে এ নিয়ে | এই বিশৃঙ্খলার মাঝেই মাটিতে পড়ে যান অনেকে | তাদের ওপর দিয়েই ছোটাছুটি শুরু করেন অনেকে | অসুস্থ হয়ে পড়ে বেশ কিছু মানুষ | এরপর যারা গুরুতর অসুস্থ তাদেরকে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে | স্থানীয়দের দাবি, রথযাত্রা উপলক্ষে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন ছিল না জগন্নাথতলায় | গত ১২ জুন পানিহাটির মহোৎসব তলা ঘাটে ঐতিহ্যবাহী চিঁড়ে দইয়ের মেলায় ভিড়ের চাপে ৩ জনের মৃত্যু হয় | তার পরও উঠেছিল একই অভিযোগ | পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকাতেই দুর্ঘটনা বলে জানিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *