Breaking News

চন্দননগর থানার পুলিশের বড় সাফল্য!বিহারে সাংবাদিককে খুন করে এ রাজ্যে নাম ভাঁড়িয়ে লুকিয়ে থাকা তিন তরুণ অবশেষে গ্রেফতার

প্রসেনজিৎ ধর, হুগলি :-বিহারের সাংবাদিক খুনের ঘটনায় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করল চন্দননগর থানার পুলিশ | দীর্ঘ ৪০ দিন ধরে পালিয়ে বেড়ানোর পর শেষ পর্যন্ত চন্দননগর কমিশনারেটের পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতীরা| ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বিহারের বেগুসরাই জেলার বকরি থানার ছোটিরানিতে সুভাষ কুমার নামে এক সাংবাদিককে খুন করেছিলেন | ধৃতদের বাড়ি বিহারের বেগুসারাই জেলার খাগারিয়া থানা এলাকায় | ধৃতদের কাছ থেকে পুলিশ চারটি মোবাইল ফোন, আধার কার্ড, দিল্লি মেট্রো রেলওয়ের একটি টোকেন ও বেশ কিছু টাকা উদ্ধার করেছে | এদিন ধৃতদের চন্দননগর মহাকুমা আদালতে তোলার পর বিহার পুলিশ আদালতের নির্দেশে তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে নেয় | চন্দননগরের ডেপুটি কমিশনার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁরা খবর পান চন্দননগরের গোস্বামীঘাটে তিন অপরিচিত যুবক ঘুরে বেড়াচ্ছেন | এরপর সেখানে তল্লাশি চালিয়ে তাঁদের প্রাথমিক ভাবে আটক করে পুলিশ | জেরায় প্রাথমিক ভাবে তিন জন জানিয়েছিলেন, তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা| নাম জানান, আমন কুমার, রিকি কুমার এবং সৌরভ কুমার | পুলিশকে আমন তাঁর নামের আধার কার্ডও দেখায়েছিলেন | কিন্তু তাঁদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পরে | পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর পর বেশ কিছু ক্ষণ পুলিশি জেরায় বেরিয়ে আসে আসল তথ্য| জানা যায় ধৃতরা বিহারের বেগুসরাই জেলার বকরি থানা এলাকার বাসিন্দা | তাঁদের নাম রোশন কুমার (২২), প্রিয়াংশু কুমার (২১) এবং সৌরভ কুমার(১৮)|
বিহারের বকরি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ধৃত তিন জনের সম্পর্কে আরও জানার চেষ্টা করে চন্দননগর থানার পুলিশ | জানা যায়, বিহারের এক সাংবাদিককে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ওই তিন দুষ্কৃতী | ওই তিন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে | ধৃতদের থেকে দিল্লি মেট্রো রেলের টোকেন, সিম কার্ড, মোবাইল ফোন, আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার হয়েছে | জেরায় তারা খুনের ঘটনার কথা স্বীকার করেন | পুলিশ সূত্রে জানা যায় খুনের পর দুষ্কৃতীরা মধ্যপ্রদেশে কাটনিতে এক আত্মীয়ের বাড়ি যায় | সেখান থেকে হরিয়ানা হয়ে দিল্লি| দিল্লির মেট্রো স্টেশন থেকে তারা কোন একটি জায়গায় গিয়ে সেখান থেকে উত্তরাখণ্ডে পৌঁছায় | তারপর সেখান থেকে রেলপথে পশ্চিমবঙ্গে এসে গা ঢাকা দেয় | তবে অভিযুক্তদের কাছে কিভাবে টাকা এসে পৌঁছাত তা খতিয়ে দেখছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *