নিজস্ব সংবাদদাতা :- ফের অশান্তি উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায়| এবার ১২ নম্বর ওয়ার্ডের বাকড় মহল্লায় এক যুবককে গুলি করে খুনের অভিযোগ | মৃতের নাম- সালাউদ্দিন আনসারি, পেশায় তিনি ইমারতি ব্যবসায়ী | এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে | স্থানীয়দের অভিযোগ, আচমকায় ২-৩ জন সালাউদ্দিনকে লক্ষ্য এসে গুলি চালায়| তাঁর মাথায় গুলি লাগে| মাটিতে লুটিয়ে পড়েন তিনি| কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ইমারতি ব্যবসায়ীর | স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ড বাকড় মহল্লা এলাকায় চায়ের দোকানে বসে ধূমপান করছিলেন ওই যুবক | সেই সময় আচমকা তাঁকে কয়েক জন ঘিরে ফেলে | তারপর খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করা হয়| তাঁর মাথা এবং শরীরের অন্যত্রও গুলি লাগে | তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা | সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়| এদিকে এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে| জানা গিয়েছে, ওই ব্যবসায়ী তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন| সেক্ষেত্রে কেন তাঁর উপর চালানো হল গুলি? এই নিয়ে তোলপাড় চলছে | রাজনৈতিক দ্বন্দ্ব? নাকি ব্যবসায়িক শত্রুতা? ঠিক কী কারণে নৃশংসভাবে খুন হতে হল এই ব্যবসায়ীকে? উঠছে এই প্রশ্নগলি | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | স্থানীয় বাসিন্দা এবং ওই যুবকের পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে |