Breaking News

মাঝরাতে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ!রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৩

দেবরীনা মণ্ডল সাহা :-ভূমিকম্পে কাঁপলো সিকিম | শুক্রবার রাত বারোটা নাগাদ ভূমিকম্প হয় সিকিমে | পাশাপাশি কম্পনে কেঁপে ওঠে শিলিগুড়ি | ভূমিকম্পের উৎসস্থল ভুটান | রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৩ | জানা গিয়েছে কম্পনের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে | স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ জোরালো কম্পনে ঘর–বাড়ি নড়ে ওঠে | পরপর দু’‌বার ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন | ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে বিস্তীর্ণ এলাকায় | যদিও ক্ষয়ক্ষতির খবর মেলেনি | আবহাওয়া দফতর সূত্রে খবর, রাত ১১টা বেজে ৫৯ মিনিটে কম্পন অনুভূত হয় | রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ | ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু | ভূগর্ভ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল | তাই লাগোয়া জলপাইগুড়ি জেলায় কম্পন অনুভূত হয়েছে | যদিও এই ক্ষণস্থায়ী কম্পনে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে | উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলায় পর পর দুই বার ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ | সব থেকে বেশি কম্পন অনুভূত হয় ধুপগুড়ি ব্লকে | তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি | পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ প্রশাসননের সমস্ত কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে | এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে |কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি৷ পাহাড় থেকে সমতল বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে| এমনকী অনেক জায়গায় ধস পর্যন্ত নেমেছে | এই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে | ধুপগুড়ি শহরেও জল জমার সমস্যা দেখা দিয়েছে | এই পরিস্থিতিতে মাঝরাতের ভূমিকম্পে আতঙ্ক আরও বেড়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *