প্রসেনজিৎ ধর :- পরকীয়া সম্পর্কের অভিযোগে এক বধূ ও তাঁর প্রেমিককে মারধর করার অভিযোগ | লাঠি, ঝাঁটা, জুতো দিয়েই ওই যুগলকে মারধরের অভিযোগ | ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানা এলাকায় | যুগলকে মারধর করার ওই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে | ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থা থেকে ওই মহিলা এবং যুবককে উদ্ধার করে | জানা গেছে,পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার মনোহরপুরের বাসিন্দা যুবকের সঙ্গে কুলদহ গ্রামের গৃহবধূর দীর্ঘদিন ধরে আলাপ | বাড়িতে আসাযাওয়া লেগেই থাকত তাঁদের | স্থানীয় দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন দু’জনে| শুক্রবার রাতে গৃহবধূর বাড়িতে যান যুবক | অভিযোগ, দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান স্থানীয়রা | এরপরই তাঁদের ঘিরে ধরে এলাকাবাসী, বসে সালিশি সভাও। মোড়লদের নির্দেশ অনুযায়ী দু’জনকে ল্যাম্পপোস্টে বেঁধে ফেলা হয় | বেধড়ক মারধর করা হয় দু’জনকে | লাঠি, ঝাঁটা, জুতো দিয়ে চলে অকথ্য অত্যাচার | এমনকি ওই মারধর করার ভিডিও করেন অনেকে | মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে | ঘটনাটি নজরে আসে স্থানীয় পুলিশেরও | এরপর ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোণা থানার পুলিশ | পুলিশ দুজনকেই উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য| সেখানেই চিকিৎসাধীন ওই যুবক এবং বধূ | ঘটনার বিষয়ে বিশদে জানার জন্য খোঁজখবর নিচ্ছে পুলিশ | এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি |