Breaking News

মুকুল রায়ের পর বিধানসভার পিএসির নতুন চেয়ারম্যান হলেন কৃষ্ণ কল্যাণী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুকুলের ইস্তফার পর এবার পিএসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী | পিএসি চেয়ারম্যান হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী | দলত্যাগ বিরোধী আইনে শুনানির মধ্যেই কৃষ্ণ কল্যাণীকে এই পদে বসানো হল |সম্প্রতি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে | তখন থেকেই একটা জল্পনা চলছিল, তাহলে কি রায়গঞ্জের এই বিধায়ককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হবে? সেই জল্পনাই সত্যি করে সোমবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল কৃষ্ণ কল্যাণীকে | কিছুদিন আগেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুল রায় | তাঁর ইস্তফার পর ওই পদটি খালি ছিল | উল্লেখ্য, গত ২৮ জুন বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি গ্রহণ করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় | স্পিকার নিজেই কথা জানিয়েছিলেন | বলেছিলেন, গত ২৭ জুন মুকুল রায় ইস্তফাপত্র পাঠিয়েছিলেন | তারপর তাঁর সঙ্গে অধ্যক্ষ নিজে ফোনে কথা বলেন | জানতে চেয়েছিলেন, মুকুল রায়কে ইস্তফা দেওয়ার জন্য কেউ চাপ দিচ্ছে বা ভয় দেখাচ্ছে কি না | প্রত্যুত্তরে মুকুল রায় জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন | মুকুল রায় পিএসি চেয়ারম্যান পদ থেকে কয়েকদিন আগে পদত্যাগ করেছেন | কিন্তু, তাঁর ওই পদে থাকা নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছিল | একুশের নির্বাচনে কৃষ্ণনগর উত্তর আসনে বিজেপি প্রার্থী হিসেবে জেতেন তিনি | পরে জুন মাসে তৃণমূল ভবনে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | তারপরও মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা নিয়ে বিজেপি ও শাসকদলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় | যা গড়ায় আদালত পর্যন্ত | তাঁর জায়গায় বসানো হল কৃষ্ণ কল্যাণীকে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *