Breaking News

মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তায় নয়া মোড়!মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে অনুপ্রবেশকারী হাফিজুলের কাছে ছিল লোহার রড

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়া হাফিজুল মোল্লাকে টানা জেরা করে চলেছেন পুলিশের আধিকারিকেরা | সোমবারই আদালত হাফিজুলকে পুলিশের হাতে তুলে দিয়েছে | আর সেই সূত্রেই তাকে জেরা করার সুযোগ পেয়েছেন পুলিশ আধিকারিকেরা | মঙ্গলবারও চলবে সেই জেরার পালা | এমনকি লালবাজার সূত্রে জানা গিয়েছে, হাফিজুলকে সঙ্গে নিয়ে ফের মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন তদন্তকারীরা| সেখানে তাঁরা হাফিজুলকে দিয়ে ঘটনার পুনঃনির্মাণ করবেন | মূলত মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার ক্ষেত্রে কোথায় খামতি রয়েছে আর হাফিজুল কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়তে সক্ষম হল সেটাই এখন দেখতে চাইছেন তদন্তকারীরা| তবে সব থেকে চাঞ্চল্যকর যে তথ্য সামনে এসেছে তা হল, শনিবার রাতে মমতার বাড়িতে যখন হাফিজুল ঢুকে পড়েছিল তখন সে জামার ভেতরে লুকিয়ে রেখেছিল একটি লোহার রড | সেই রড সে কেন সঙ্গে করে নিয়ে এসছিল সেটাও এখন ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের | প্রসঙ্গত, শনিবার রাত ১.২০ মিনিট নাগাদ পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিল হাফিজুল মোল্লা নামে হাসনাবাদের ওই বাসিন্দা | পুলিশের দাবি, সারা রাত মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে লুকিয়ে ছিল সে | সকালে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরতে গেলে পালানোর চেষ্টা করে যুবক | এরপর তাঁকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ | গ্রেফতার যুবককে কলকাতা পুলিশের তরফে সিআইডির হাতে তুলে দেওয়া হয় |সোমবার তাকে জেরা করেন গোয়েন্দারা | আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক | যদিও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাকে সাজানো বলে দাবি করছে বিরোধীরা | তাঁদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এত বড় গাফিলতি হয়ে থাকলে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না?এরপরই মঙ্গলবার প্রকাশ্যে এল হাফিজুলের কাছে ছিল লোহার রড | প্রশ্ন হল গ্রেফতারির সময় উদ্ধার হওয়া রডের খবর ৪৮ ঘণ্টা পর কেন জানাল পুলিশ?এর আগেও হাফিজুল নবান্নের নিরাপত্তা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিল | তখন তাকে আটক করে হাওড়ার শিবপুর থানার হাতে তুলে দেওয়া হয় | মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুপ্রবেশের উদ্দেশ্য নিয়ে ধৃত হাফিজুলকে জেরায় মিলেছে বেশ কিছু অসঙ্গতি | একবার সে দাবি করেছে, লালবাজার মনে করে এখানে ঢুকে পড়েছিল| আবার অন্য সময় বলেছে, চাকরির আবেদন করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিল সে | কখনও বলেছে, ‘দিদি’কে খুবই ভাল লাগে বলে তাঁর সঙ্গে দেখা করতে চায় |
যদিও তার আসল উদ্দেশ্য পুলিশ জানার চেষ্টা করছে | হাফিজুলের পরিবারের দাবি, সে মানসিকভাবে অসুস্থ ও চিকিৎসারত|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *