প্রসেনজিৎ ধর, কলকাতা :- যাত্রী সাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নয়া উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর | মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া রেল স্টেশন যাওয়ার জন্য বিশেষ দুটি বাতানুকূল বাস চালু করল রাজ্য সরকার | এই বাসে করে এক ঘন্টায় এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশনে পৌঁছনো সম্ভব | এই যাতায়াতের সময় একটাই স্টপেজ দেওয়া হবে | ASS1 নামে এই বাস মাঝে কোথাও থামবে না | এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালি-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভিনিউ-ধর্মতলা-বিবাদীবাগ হয়ে হাওড়া স্টেশন |
ফেরার পথও এক |যদি কোনো যাত্রীর প্রয়োজন থাকে, বাস ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেড L20 বাস স্ট্যান্ড এর সামনে দাঁড়াবে | ভাড়া ১০০ টাকা|এয়ারপোর্ট ডোমেস্টিক আগমন থেকে যে কোনও একজিট গেট দিয়ে বেরিয়ে সোজা চলে আসা যাবে ট্রলি জোনের শেষ প্রান্তে | সেখান থেকেই ছাড়বে বাস| আপাতত দুটি ইলেকট্রিক বাস দিয়ে পরিষেবা শুরু | রুট জনপ্রিয় হলে বাসের সংখ্যা বাড়বে | ভোর থেকে বেশি রাত পর্যন্ত মিলবে এই পরিষেবা | এদিন বাসের সূচনা করে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আগে গ্র্যান্ড হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস পরিষেবা ছিল | কিন্তু গত ৩০ বছর ধরে সেটা বন্ধ ছিল | তাই আমি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট সংস্থার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম যাতে পুনরায় এই বাস পরিষেবা চালু করা যায় | ওনারা সেটা করলেন | ইলেকট্রিক এই বাস চালু হওয়ায় দুই শহরের বহু মানুষ যাঁরা এয়ারপোর্টে আসেন তাদের অনেক সুবিধা হবে | আমি এয়ারপোর্টের ম্যানেজারকেও বলেছি আমাদের টাইমিংগুলি ডিপার্চারে লিখে দেওয়ার জন্য|’
দেশের মেট্রো সিটিতে এয়ারপোর্টের সঙ্গে রেল স্টেশনের মধ্যে সংযোগরক্ষাকারী গণ পরিবহণ হিসেবে মেট্রো রেল অগ্রগণ্য | কলকাতা বিমানবন্দরের সঙ্গে বাকি শহরকে যুক্ত করার মেট্রো প্রকল্পের কাজ এখনও চলছে| তার মধ্যেই কলকাতা বিমানবন্দরে নামা এবং বিমানবন্দর যাওয়া যাত্রীদের জন্য আজ থেকে দু’জোড়া বাস চালু করল রাজ্য পরিবহণ দফতর | আজ থেকে এই পরিষেবা পাবেন নিত্যযাত্রীরা | অনেক সময় ট্রেন থেকে নেমে ট্যাক্সি, অ্যাপ ক্যাব নিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের | এবার তা হবে না |