দেবরীনা মণ্ডল সাহা :- বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত এক,হাত উড়ল আরেকজনের | জখম অন্তত তিনজন| সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলের তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনার মণ্ডলপাড়া এলাকায় | বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ | ঘটনার তদন্ত শুরু হয়েছে | ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ | মৃত ব্যক্তি সিরাজুল শেখ, বয়স ২৭বছর| আহত যুবক নাজবুল শেখের হাত বোমায় উড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর | সোমবার মাঝরাতে বিস্ফোরণের শব্দ পেয়ে গ্রামবাসীরা পাটক্ষেতে গিয়ে দেখেন ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে | আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন আরও কয়েকজন | আর এসব দেখেই কারও বুঝতে অসুবিধা হয়নি যে বোমা বাঁধতে গিয়েই ঘটে গিয়েছে বিস্ফোরণ | সিরাজুলের বাবা আশরফ মণ্ডল মঙ্গলবার নিজেই জানিয়েছেন, ‘এলাকারই এক জমি দখলের কথা ছিল | সেই জন্যই জমি দখলকারীরা সিরাজুলকে বোমা তৈরি করে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকার টোপ দিয়েছিল | নিষেধ করেছিলাম | ও শুনল না|’ সোমবার গভীর রাতে পাট ক্ষেতে বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে মৃত্য হয়েছে সিরাজুলের সে কথা এদিন স্বীকার করে নিয়েছেন ডোমকল থানার পুলিশ আধিকারিকেরা |
সিরাজুলের সঙ্গী নাজমুল শেখের হাত উড়ে গিয়েছে | সে এখন ভর্তি রয়েছে বহরমপুর শহরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে| স্থানীয় সূত্রে খবর, দু’জনেই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত| যদিও দলের সঙ্গে তাদের যোগাযোগের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব | যদিও স্থানীয় বাম নেতৃত্বের দাবি, সিরাজুল আগে সিপিএম করলেও কয়েক মাস আগেই দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছিল | কিন্তু বাম নেতাদের এই দাবি খারিজ করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব | জমি দখলের জন্যই তারা ওই এলাকায় বসে বোমা বাঁধছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে | অন্যদিকে মৃত সিরাজুল শেখের পরিবার সূত্রে খবর, সে চাষবাসের সঙ্গে জড়িত ছিল | তবে তাকে মোটা টাকার টোপ দিয়ে বোমা বাঁধার কাজে নিয়ে যাওয়া হয় | ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ ঘটনার তদন্তও শুরু হয়েছে |