Breaking News

খাস কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু,ট্যাংরার দোকানে দুর্ঘটনা,চাঞ্চল্য এলাকায় !

প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতায় ফের ঘটল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ট্যাংরায় | এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য |দোকানের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্থানীয় এক দোকানদারের | মৃতের নাম বান্টি হালদার | তদন্তে নেমেছে ট্যাংরা থানার পুলিশ | লোহার শাটারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবার ট্যাংরায় মৃত্যু হল এক দোকান মালিকের | এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে| ট্যাংরার গোবিন্দ খটিক রোডে এই ঘটনা ঘটেছে | নারকেলডাঙা, হরিদেবপুর, উলুবেড়িয়া, বাঁকুড়ার পর এবার ট্যাংরায় একই ঘটনা | নিজের দোকান থেকে বেরনোর সময় শাটারের লোহার ফ্রেম হাত লাগে | তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন | স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম বান্টি হালদার (‌৩৫)‌ | আজ, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ গোবিন্দ খটিক রোডে কচুরির দোকানে রান্না করছিলেন বান্টি | তখন গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় | আশপাশের লোকজন যখন আগুন নেভানোর চেষ্টা করছেন, তখন দোকানের শাটারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন বান্টি | জানা গিয়েছে, এই ঘটনার পর বান্টিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল | সেখানে চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন | এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে | ট্যাংরার ঘটনা নিয়ে গত দু’সপ্তাহে তৃতীয়বার কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল | যা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে | পুলিশ সূত্রে অনুমান, দোকানে বিদ্যুৎজনিত সমস্যার জন্যই দোকানদারের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে | এদিকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার সময় স্থানীয়রা বাঁশ দিয়ে ওই ব্যক্তিকে ছাড়ানোর চেষ্টা করেন | তারপর উদ্ধার করে তাঁকে নিয়ে আসা হয় এনআরএস হাসপাতালে | তবে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির | ঘটনায় এলাকা জুড়ে দেখা গিয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ| জানা গিয়েছে, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এনআরএস হাসপাতালে | উল্লেখ্য, গত ৩ জুলাই পর্যন্ত রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৭ জনের | এই পরিসংখ্যান গত ৭ দিনের (গত রবিবার পর্যন্ত) | তারপর মাঝে কেটেছে একদিন | এরপর মঙ্গলবার ফের সামনে এল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *