Breaking News

‘বাংলায় বিপন্ন গণতন্ত্র’,শ্যামাপ্রসাদ জয়ন্তীতে রাজ্যকে খোঁচা রাজ্যপালের, নিন্দায় সরব তৃণমূল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‌রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করতে এসে ফের রাজ্য সরকারকে তুলোধনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় | রাজ্য সরকারকে নিশানা করে রাজ্যপাল জানান, রাজ্যে গণতন্ত্র বিপন্ন | এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন,”শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশভাগের চক্রান্তকে প্রতিহত করেছিলেন | কিন্তু আজ বাংলার ভাগ্যাকাশে ফের সংকটের কালো মেঘ | তুষ্টিকরণের রাজনীতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক | ভারতের সংবিধান নিরপেক্ষ এবং সবার সমান অধিকার নিশ্চিত করে | ন্যায়বিচারের কথা বলে | কেন্দ্রীয় সরকার সেই নীতি মানলেও এরাজ্যে গণতন্ত্র বিপন্ন |” এরপর সুর আরও চড়িয়ে জগদীপ ধনখড়ের বক্তব্য, বাংলার মাটিতে গণতন্ত্রকে কোনওভাবেই শেষ নিঃশ্বাস ফেলতে দেব না | বাংলার মানুষকে বলছি, প্রতিবাদ করুন| বুদ্ধিজীবীদের বলছি, প্রতিবাদ করুন | বস্তুত, বাংলার বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি | জগদীপ ধনখড়ের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের তরফে | বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যপালের ভূমিকা দুর্ভাগ্যজনক | রাজ্যপালকে রাজ্যপালের মতো কাজ করতে হবে | উনি রাজনৈতিক ব্যক্তিত্বের মতো কাজ করছেন | এর আগে বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন | কেউ এভাবে কথা বলেননি |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *