Breaking News

স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর!কাঁকুড়গাছির ঘটনা, তদন্তে পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্ত্রীকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল প্রৌঢ়, অভিযুক্ত উত্তম বাকুলি | তারপরে নিজেও বিষ খায় অভিযুক্ত, মৃতার নাম বেবি বাকুলি | এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য | কাঁকুড়গাছির ঘটনা, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছেলে অভিষেক বাকুলি | অভিষেক বাকুলির অভিযোগ, সোমবার রাতে কাঁকুড়গাছির রাস্তায় আচমকাই তাঁর মা বেবি বাকুলির উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে উত্তম বাকুলি | ৫০ বছরের মহিলার গলার ডানডিকে আঘাত করা হয়, লুটিয়ে পড়েন তিনি | মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফুলবাগান থানার পুলিশ | সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা | এদিকে, স্ত্রীকে খুনের পর নিজে বিষ খেয়ে সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে উত্তম | অভিষেকের অভিযোগ, সোমবার রাতে কাঁকুড়গাছির রাস্তার ওপরেই বেবি বাকুলির ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় উত্তম | কোপানো হয় গলার ডানদিকে। এরপরেই রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বেবি | জানা গিয়েছে, সেই খবর যায় ফুলবাগান থানার পুলিশের কাছে| বছর পঞ্চাশের মহিলাকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায় স্থানীয় হাসপাতালে | সেখানে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে ওই মহিলার|পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানায় এসে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত | রাতেই এই জঘন্য অপরাধ করে থানায় আসে অভিযুক্ত | পুলিশকে জানায়, স্ত্রীকে কুপিয়ে খুন করেছে অভিযুক্ত। তারপর নিজে বিষ খেয়েছে | তা শুনে চাঞ্চল্য দেখা যায় কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং কর্মীদের মধ্যে | এরপর দ্রুত উত্তম বাকুলিকে নিয়ে পুলিশ যায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে উত্তম চিকিৎসাধীন জানা গিয়েছে, অভিযুক্তের বয়স ৫৬ বছর | পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে | তারপর পেশ করা হবে আদালতে | প্রাথমিক ভাবে জানা গিয়েছে, স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত | দুজনেই দুজনকে সন্দেহ করতেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *