Breaking News

‘আমি কালীর উপাসক, অজ্ঞতা বা গুন্ডামিকে ভয় পাই না!’পোস্টার বিতর্কে টুইটে বিজেপিকে জবাব মহুয়ার

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- কালী বিতর্কে খবরের শিরোনামে উঠে এসেছে মহুয়া মৈত্রের নাম | বিরোধী শিবির বিজেপির তরফে থানায় জমা পড়েছে অভিযোগ | বুধবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা তাঁকে গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ জমা দিয়েছিলেন | দুপুরেই টুইটারে তার জবাব দিলেন কৃষ্ণনগরের সাংসদ| তিনি লিখলেন, ‘আমি কালীর উপাসক | কোনও কিছুতে ভয় পাই না | বিজেপি যা করতে পারে করে নিক |’দেবী কালী নিয়ে মহুয়ার মন্তব্যের সমালোচনা করে তাঁকে গ্রেফতারির দাবি তুলেছিলেন বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | বুধবার বৌবাজার থানাতেও মহুয়ার বিরুদ্ধে ‘হিন্দু ধর্ম সম্পর্কে কিছু না জেনে, তাদের বিশ্বাস না বুঝে ‘মা কালী’ সম্পর্কে বিরূপ মন্তব্য’ করার অভিযোগ এনেছেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা |
মহুয়া সম্ভবত তারই জবাব দিতে টুইটারে বিজেপিকে নিশানা করে লিখেছেন, ‘প্রথম টুইট দেবী কালীর জয়ধ্বনি দিয়েই শুরু করেন তৃণমূল সাংসদ | তিনি লেখেন, ‘জয় মা কালী! যে দেবীকে বাঙালি পুজো করে, সেই দেবী নির্ভীক এবং শান্ত |’ পরের টুইটে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মহুয়া লেখেন,’ আমি কালীর উপাসক| ভয় পাই না | আর যা সত্যি তাকে ঠেকনা দেওয়ার অন্য শক্তির প্রয়োজন হয় না | বিজেপি যা করতে চায় করে নিক |’ তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর | টুইটারে তিনি লেখেন, “দারুণ| আপনার কণ্ঠস্বর আরও মজবুত হোক|”

উলটোদিকে সাংসদের মন্তব্যকে সমর্থন করেনি তৃণমূল | তৃণমূলের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, মহুয়া মৈত্রর মন্তব্য তাঁর সম্পূর্ণ ‘ব্যক্তিগত’ | দল কোনও ভাবেই এই মন্তব্যকে সমর্থন করে না| সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া | সেখানেই ‘কালী’ তথ্যচিত্রর পোস্টার নিয়ে শুরু হওয়া বিতর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় | জবাবে মহুয়া বলেন,“আমার কাছে কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান| আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার দেবীকে কল্পনা করার | কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশে হুইস্কিও উৎসর্গ করা হয় | আবার কোথাও কোথাও তা নিন্দনীয় |” তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে রাজনৈতিক মহলে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *