Breaking News

প্রাথমিক টেট দুর্নীতিতে মানিক ভট্টাচার্য, রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতে তল্লাশি সিবিআই-এর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক টেট ২০১৪ নিয়োগ দুর্নীতিতে পর্ষদ একযোগে একাধিক ঠিকানায় তল্লাশিতে সিবিআই | এদিন প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি মানিক ভট্টাচার্যের ২টি ঠিকানা, সংসদ ভবন ও সংসদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতে অভিযান চালান সিবিআইয়ের গোয়েন্দারা | জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে একাধিক দলে ভাগ হয়ে, এই তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা | মানিক ভট্টাচার্যের যাদবপুরের বাড়িতে তল্লাশি চলছে | প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরেও তল্লাশি চলছে | এছাড়া শহরের একাধিক এলাকায় এই সক্রিয় হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা| হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে | সূত্রের খর, এখনও পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে | প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচির নাম উঠে এসেছে | আগেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তাঁরা | প্রাক্তন পর্ষদ সভাপতির সম্পত্তির হিসেবও জমা দিতে বলেছে আদালত | কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই | এর আগেও বহুবার মানিকবাবুর বাড়ি ও সংসদের দফতের অভিযান চালিয়েছে সিবিআই | গোয়েন্দা সূত্রে খবর, বঞ্চিত প্রার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এদিনের তল্লাশি অভিযান চলছে | যাদবপুরে মানিকবাবুর বাড়িতে সকাল ৮টা নাগাদ সিবিআইয়ের ৬ সদস্যের দল পৌঁছয় | সেই থেকে চলছে তল্লাশি| টেট দুর্নীতির গুরুত্বপূর্ণ নিথ মানিকবাবুর বাড়ি থেকে পাওয়া যেতে পারে বলে অনুমান তাদের | এদিন মোট ৫০ জন সিবিআই আধিকারিক তল্লাশিতে অংশগ্রহণ করেন |প্রাথমিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যে মানিকবাবুকে জেরা করেছে সিবিআই | বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে | তবে নতুন কিছু নথি হাতে আসায় ফের তল্লাশিতে নেমেছে তারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *