দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ট্যুইটারে দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো অ্যাকাউন্ট | এমন ঘটনা নজরে আসতে নড়েচড়ে বসেছে মন্দির কর্তৃপক্ষ | পুলিশের কাছে দায়ের করা হয়েছে অভিযোগ | বৃহস্পতিবার মন্দিরের তরফে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে | পাশাপাশি সেই অভিযোগের কপি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার ও লালবাজারের গোয়েন্দাপ্রধানকেও | পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কয়েকজন ভক্তের নজরে আসে ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্টটির | ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে জানানো হয়েছে সেটি দক্ষিণেশ্বর কালীমন্দিরের ‘অফিসিয়াল ট্যুইটার’ হ্যান্ডেল| ওই অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে নেটিজেনদের স্বাগত জানানো হয় | বিষয়টি নিয়ে দক্ষিণেশ্বর মন্দির কমিটির অন্যতম কর্তা কুশল চৌধুরী জানান, ‘দক্ষিণেশ্বর মন্দিরের নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে| মন্দির কর্তৃপক্ষর বক্তব্য দাবি করে টুইটারে কিছু বক্তব্যও পেশ করা হয়েছে | কিন্তু ওই বক্তব্য আদৌ মন্দির কর্তৃপক্ষের নয় |’ দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের দাবি, ‘দক্ষিণেশ্বর কালীমন্দির কর্তৃপক্ষ ও দেবোত্তর এস্টেটের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই | কিছু ব্যক্তি সাধারণ মানুষ ও ভক্তদেরকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দক্ষিণেশ্বর কালী টেম্পল’এর নামে ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট তৈরি করেছে |’পুলিশকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, মন্দির কমিটির ভাবমূর্তি নষ্ট করতেই এই ভুয়ো টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে | এটি কোনও ভাবেই ‘দক্ষিণেশ্বর কালী টেম্পল অ্যান্ড দেবোত্তর এস্টেট’-এর সঙ্গে যুক্ত নয় | অভিযুক্ত ওই টুইটার অ্যাকাউন্টটি গত বছর ডিসেম্বর মাস থেকে পরিচালিত হচ্ছে | সেখানে দক্ষিণেশ্বর মন্দিরের ফোন নম্বরও দেওয়া রয়েছে | বিষয়টিকে লঘু করে দেখতে নারাজ মন্দির কমিটির কর্মকর্তারা | যিনি বা যাঁরা ওই অ্যাকাউন্টটি তৈরি করেছেন, তাঁর বা তাঁদের কঠিন শাস্তির দাবি করেছে মন্দির কমিটি |